সিলেটপোস্ট ডেস্ক:;অবৈধ নির্বাচন বাতিলের দাবীতে এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সহ বিভিন্নস্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ৭ জানুয়ারির নিবার্চনে ভোটকেন্দ্রে লোকজন না যাওয়ায় ভোটারদের স্বাগত জানিয়ে আরিফুল হক বলেন, এই নিবার্চন দেশবাসী বয়কট করেছে। নিবার্চনের লোকজনের উপস্থিতই প্রমাণ করে এদেশের মানুষ গণতন্ত্রেও অপেক্ষায় আছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জেলার সিনিয়র যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জেলার সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, মহানগর বিএনপি নেতা আব্দুল আহাদ, সাইফুর রহমান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল সামাদ তুহেল,জেলা বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তামিম এহিয়া আহমদ, রুম্মান আহমদ, দিলাল আহমদ, এম জহুরুল ইসলাম মখর, আব্দুল্লাহ আল মামুন, ইকরাম হোসেন, ইনতেজার আলী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, মদন মোহন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আফজল হোসেন, হুসেন তারেক মুহাম্মদ আব্দুলা,প্রমুখ।