সংবাদ শিরোনাম
কোটা আন্দোলন ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ আরও ২ শিক্ষার্থীর মৃত্যু  » «   সিলেটে আজ সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত কারফিউ  » «   আগামী ২৮ জুলাই পর্যন্ত আপাতত ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ থাকবে-প্রতিমন্ত্রী পলক  » «   আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সিয়াম নামে এক তরুণ নিহত  » «   কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা হেফাজতে ইসলামের  » «   আগামীকাল সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি ঘোষণা  » «   দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলা কাটার মহোৎসব! নিরব প্রশাসন  » «   মাদকের ভয়ালগ্রাস থেকে আমাদের সন্তানদের বাচাতে হবে- বিভাগীয় কমিশনার আহমদ ছিদ্দীকী  » «   আরিফ হত্যা মামলায় ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর নিপু কারাগারে  » «   ধর্মপাশার মুগরাইন হাওরে গোসল করতে নেমে ডুবে শাশুড়ি ও তার অন্তঃসত্ত্বা পুত্রবধূর মৃত্য  » «   তৃতীয় দফা বন্যার মুখোমুখি সুনামগঞ্জের হাওরপাড়ের লাখ লাখ মানুষজন  » «   বন্যায়ও থেমে নেই ভারত থেকে অবৈধভাবে আসা চিনির চোরাচালান  » «   সিলেটে নতুন পুলিশ সুপার এর যোগদান  » «   র‌্যাব সদস্যরা দেশের যেকোন সংকটময় মূহুূর্তে সব সময়ই জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে -র‌্যাব মহাপরিচালক  » «   সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন গানম্যান নিয়োগ পেলেন ব্যারিস্টার সুমন  » «  

সিলেট পূবালী ব্যাংক ‘কামাল বাজার উপ-শাখা’র উদ্বোধন

সিলেটপেস্ট ডেস্ক::সিলেটের দক্ষিণ সুরমার কামাল বাজারে পূবালী ব্যাংক পিএলসির ১৯০ তম উপশাখা ‘কামাল বাজার উপশাখা’র শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় এ উপলক্ষ্যে শাখা সংলগ্ন আল মাহমুদ কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহা-ব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান বলেন, ব্যাংকিং সেবাকে গ্রাহকের দোরগোড়ায় নিয়ে যেতে পূবালী ব্যাংক দৃঢ় প্রতিজ্ঞ। এরই অংশ হিসেবে আধুনিক তথ্য প্রযুক্তি সমৃদ্ধ ‘স্মার্ট’ ব্যাংকিং সেবা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে পূবালী ব্যাংকের নানা শাখা, উপশাখা খোলা হচ্ছে। অন্যান্য শাখার মতো ব্যাংকের কামাল বাজার উপশাখাও স্থানীয় গ্রাহকবৃন্দের অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

এ সময় তিনি গ্রাহকবৃন্দকে আজীবন পূবালী ব্যাংকের সেবা গ্রহণের আমন্ত্রণ জানানোর পাশাপাশি শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে গ্রাহক সেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন।

ব্যাংকের টেকনিক্যাল রোড শাখা সিলেট এর ব্যবস্থাপক খন্দকার আজিম উজ্জামান এর সভাপতিত্বে ও কামাল বাজার উপশাখার ব্যবস্থাপক শফিউল আলম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান, সিলেট শাখার সহকারী মহা-ব্যবস্থাপক প্রদ্যোৎ কান্তি দাশ, কামাল বাজার ইউপির চেয়ারম্যান মো. একরামুল হক, হাজী রশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস আলী, তালেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুক আহমদ, ব্যবসায়ী ফজলুল করিম হেলাল, শামীম আহমদ, হাজী শফিক মিয়া প্রমুখ।

উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন স্থানীয় লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস মসজিদের ইমাম হাফিজ মাওলানা মো: আব্দুল কাদির। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি, গ্রাহক, ব্যবসায়ীসহ ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.