সিলেটপোস্ট ডেস্ক::লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেট’র হিফয সমাপনকারী শিক্ষার্থীদের পাগড়ি ও সবক প্রদান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দক্ষিণ সুরমা চন্ডিপুলস্থ মাদরাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা মুহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী।
হাফিয গোলাম হাসান চৌধুরী ও হাফিয খান জাকারিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুফতি মাওলানা এ কে এম মনোওর আলী, মাওলানা রফিকুল ইসলাম খান, সিলেট জেলা আল ইসলাহর সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়জুল আলম, সিলেট জেলা আল ইসলাহরর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল মালিক, মাদরাসা-ই দারুল মোস্তফার পরিচালক হাফিয মাওলানা ফয়েজ আহমদ, স্কলার্সহোম মেজরটিলা কলেজ সিলেটের প্রভাষক মুহাম্মদ উসমান গণি, আল ইসলাহ কুচাই ইউনিয়ন সভাপতি হুজাইল আহমদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন মাদরাসার পরিচালক হাফিয আব্দুল আলিম, সিলেট ২২ নং ওয়ার্ড তালামীযের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, আল ইসলাহ সিলাম ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন আহমদ।
আরও উপস্থিত ছিলেন কারী সাজিদুর রহমান আবির, কারী জুবায়ের আহমদ প্রমুখ।-