সিলেটপোস্ট ডেস্ক::প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা উদ্যোগে সিলেট জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদের তত্ত্ববধানে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে সিলেটে বিভিন্ন ক্যাটাগরিতে নারী উদ্যোক্তাদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
সিলেট জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদের তত্ত্ববধানে তৃণমূল পর্যায়ে নারীদের প্রশিক্ষন দিয়ে নারী উদ্যোক্তা তৈরি করেন। পরে তিনি নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে তিন লক্ষ টাকা চেক বিতরণ করেন।
সোমবার (১লা জুলাই) সকালে সিলেট নগরীর উপশহরস্থ অস্থায়ী কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমেদসহ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ মোহাম্মদ আলী আকরাম সুমন ও সকল ট্রেডের প্রশিক্ষকবৃন্দ।
সিলেট মেট্রোপলিটন প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় ফুড কর্ণার ৫ জন, বিউটিফিকেশন ৫ জন এবং বিক্রয় ও বিপণী বিতান ১০ জনসহ মোট ২০ জন নারী উদ্যোক্তাদের এককালীন অনুদান বাবদ প্রতি একজন নারী উদ্যোক্তাদের ১৫ হাজার টাকা করে মোট তিন লক্ষ টাকা প্রদান করা হয়।