সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের সুপরিচিত ক্রীড়াবিদ ও ক্রীড়াঙ্গনের প্রধান পৃষ্টপোষক-সংগঠক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি মো. মাহিউদ্দিন আহমদ সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন-২০২৪ এ কার্যনির্বাহী সদস্য পদে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিলেট জেলা এবং জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সর্বস্তরের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল এবং জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ সভাপতি মো. আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ বলেন, এক সময়ের জনপ্রিয় ফুটবলার মাহি উদ্দিন সেলিম বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন-২০২৪ এ কার্যনির্বাহী সদস্য পদে টানা তৃতীয়বার নির্বাচিত হওয়ায় সিলেটের ক্রীড়া ও ব্যবসায়ী মহল আনন্দিত। তার সুনির্দিষ্ট দিকনির্দেশনায় বাংলাদেশের ফুটবল ও সিলেটের ক্রীড়াঙ্গন আবারও নবোদ্যমে উজ্জীবিত হয়ে উঠবে বলে আমরা আশাবাদী। ক্রীড়াঙ্গনকে সচল রাখতে অতীতের মতো ভবিষ্যতেও ক্রীড়া সাংগঠনিক তৎপরতা ও পৃষ্টপোষকতা তিনি অব্যাহত রাখবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাহী কমিটির ২১ পদের মধ্যে ২০টির বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬ জন প্রার্থী। সভাপতি পদে ২ জন, ৪ সহসভাপতি পদে ৬ জন ও ১৫টি সদস্য পদে নির্বাচন করেছেন ৩৭ জন। সভাপতি পদে ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। এরমধ্যে সিলেটের মো. মাহি উদ্দিন সেলিম টানা তৃতীয়বার বাফুফের সদস্য নির্বাচিত হন।