সংবাদ শিরোনাম
সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন  » «   সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «   চেম্বারের অবৈধ কমিটি বাতিলে ৪ দিনের আল্টিমেটাম-ব্যবসায়ীদের মানববন্ধনে বক্তারা  » «   নতুন বছরের প্রথম দিনে পাঠ্য বই পাচ্ছেন না সব শিক্ষার্থী  » «   সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   সীমান্তে ১৯ বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ  » «   সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা শুক্রবার  » «   বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুন্ন হয়- বিচারপতি খিজির আহমেদ চৌধুরী  » «   শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুন্ন রাখব : কাইয়ুম চৌধুরী  » «   লালদিঘীরপাড়ে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত ১  » «   সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভূয়া পুলিশসহ দুই যুবক আটক  » «   তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «  

স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছে-কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন

সিলেটপোস্ট ডেস্ক::বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭ টি বছর শ্রমিকদলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। তাদের ওপর মিথ্যা মামলা, জেল, জুলুম, নির্যাতন করা হয়েছে। তারপরও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা ভয় না পেয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে।

স্বৈরাচারী শেখ হাসিনার পতনে দেশ নতুন করে আবারো স্বাধীন হয়েছে। আমাদের সকলকে এই স্বাধীনতা ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অসুস্থ্যতা থাকার পরেও বিদেশে পাঠিয়ে চিকিৎসা না করিয়ে স্বেরাচারী শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করে রেখেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল। এই সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করে যাচ্ছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোরমান আলীর নেতৃত্বে সিলেট জেলায় শ্রমিকদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে বলেই আজকে এতো সুন্দর কর্মীসভা সফল হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে আয়োজিত কর্মী সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মীসভায় জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মী সভার উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ সোরমান আলীর সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের  সদস্য সচিব নুরুল ইসলাম, শ্রমিক নেতা মঞ্জুর আহমদ চৌধুরী লিটন ও শ্রমিক নেতা জুমেল আহমদের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্র্রীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী, শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি রহিম বক্স দুদু, শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম মোহন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুজ্জামান, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, বরিশাল শ্রমিক দলের আহবায়ক ফয়েজ খান, মৌলভীবাজার শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক সদস্য গাজী আইয়ুব, ঢাকা জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. বি-১৮৮৬) এর জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান, রাঙামাটি বিএনপির শ্রম-বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শাহজাহান, সহ-সভাপতি এনামুল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়েজ আহমেদ খান প্রমুখ। এছাড়াও সভায় সিলেট জেলা ও মহানগর শ্রমিকদলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.