সিলেটপোস্ট ডেস্ক::প্রতিশ্রুতি অনুযায়ী সমাজের সার্বিক কল্যাণ ও অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শেভরন বাংলাদেশ।
শেভরন বাংলাদেশের অর্থায়নে সুইসকন্ট্যাক্ট দ্বারা বাস্তবায়িত স্মাইল প্রকল্পটি জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালকে আর্থিক সহায়তা দিয়ে ৫৭ জন রোগীর জন্য প্রোস্থেটিক এবং অরথোটিক ডিভাইস সরবরাহ করবে। এই ডিভাইসগুলো তাদের চলাচলের সক্ষমতা পুনরুদ্ধার, জীবনের মান উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণে সহায়তা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্যসেবা খাতে শেভরন এর আগেও অবদান রেখেছে। ইতিপূর্বে জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালে তারা ১০টি হাসপাতালের শয্যা সরবরাহ করেছে, যা রোগীদের উন্নতমানের চিকিৎসা সেবা প্রদানে সাহায্য করেছে। এই সহায়তা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
শেভরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নেয়া বিভিন্ন উদ্যোগের মধ্যে অন্যতম একটি ছিল প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত সহায়তা প্রকল্প। এই প্রকল্পটি শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং উন্নয়নের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করেছে। এর আওতায় ২১৯ জন শিশুর স্ক্রিনিং করা হয় এবং ১৫৫ জনকে তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়ক ডিভাইস সরবরাহ করা হয়।
এছাড়াও ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশযোগ্যতা বৃদ্ধি করা হয়।