সিলেটপোস্ট ডেস্ক::সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নগরীর নাইওরপুলস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি আবুল কালাম মনসুর ও সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর কমিটির সভাপতি আবুল কালাম মনসুর ও সাধারণ সম্পাদক সাজওয়ান আহমদ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা বলেন, ব্যবসা-বাণিজ্যের ওপর দেশের অগ্রগতি ও উন্নতি নির্ভর করে। তাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে ব্যবসার সুষ্ঠু পরিবেশের কোন বিকল্প নেই। ব্যবসা-বাণিজ্যতে গতিশীল রাখতে ও যেকোন সমস্যা মোকাবিলায় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা সিলেট মোটর সাইকেল পার্টস মার্চেন্ট এসোসিয়েশনের নয়া কমিটি সবাইকে সাথে নিয়ে সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন সারাদিন দোকানপাট বন্ধ রেখে বিজয় দিবসের কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের সবাইকে অংশগ্রহণ করার আহবান জানানো হয়।
বিদায়ী কমিটির সভাপতি মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এসোসিয়েশনের সহ-সভাপতি আবু জাফর কামরান, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জিয়া, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমদ, অর্থ সম্পাদক কামরান হোসেন, প্রচার সম্পাদক জুনেদুর রহমান, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন, কার্যকরী সদস্য শুভাশীষ দাস মিশু, কার্যকরী সদস্য আনহার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক জুনেদুর রহমান।