একটি গোষ্ঠী নানা বাহানায় নির্বাচন বানচাল করতে চায়-বদরুজ্জামান সেলিম
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ১:১১ পূর্বাহ্ণ
সিলেট মহাগগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে গণমুখী ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলবে বিএনপি। এই ৩১ দফা হলো জনগণের মুক্তি ও উন্নয়নের রূপরেখা।
তিনি আরো বলেন, বর্তমানে একটি গোষ্ঠী নানা বাহানায় নির্বাচনকে বানচাল করতে চায়। তারা জানে, আগামী ফ্রেব্রæয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দিবেন। তাই তারা জনগনের কাছে না গিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তাদের এ দিবাস্বপ্ন ভেস্তে দিতে সারাদেশের মানুষকে নিয়ে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছেন। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরো যাবো না।
গত শনিবার ১ নভেম্বর সন্ধ্যায় নগরীর বালুচর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ৩৬ নং ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহাগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি ও সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন। প্রধান বক্তার বক্তব্যে হুমায়ূন কবির শাহীন বলেন, সারাদেশের মানুষ গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে উদগ্রীব। তারা দেড় দশক ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। মানুষের অধিকার ও গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জনগণ বিএনপির পাশে ছিল। আগামী নির্বাচনেও তারা তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবেন, ইনশাআল্লাহ।
মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর কৃষকদলের সহ-সভাপতি একরাম হোসেন মারুফ, হাজী আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মাহমুদ খাঁন, যুগ্ম সম্পাদক সাকিল আহমদ, শহীদ আহমদ, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, দপ্তর সম্পাদক শেখ মোঃ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আবু বক্কর, কতোয়ালী থানা কৃষকদল নেতা কামাল আহমদ, দক্ষিণ সুরমা থানা কৃষকদল নেতা নেওয়াজ খাঁন তুহীন, শাহপরান থানা কৃষকদল নেতা জাবেদ আহমদ, আশিক চৌধুরী, অ্যাডভোকেট সাজ্জাদ আহমদ, সিহাব উদ্দিন স্বপন, জালাল আহমদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সাহাব উদ্দিন সাবু’কে সভাপতি, বাবুল আহমদ বাবু’কে সাধারণ সম্পাদক এবং রুহুল আহমদ খান’কে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ৩৬ নং ওয়ার্ডের নতুন কমিটি গঠন করা হয়।




