সুনামগঞ্জ প্রতিনিধি::পালিয়ে থাকার পরও শেষ রক্ষা হলো না ওয়ারেন্টভুক্ত দুই আসামির। অবশেষে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সজীব দেব রায় এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাদেরকে ধরতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাও গ্রামের রুপ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৭), একই গ্রামের মুছা মিয়ার ছেলে পরান মিয়া (১৮)।
তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সজীব দেব রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সি আর ১৩/২১ মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামী দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
রবিবার (৮ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ওয়ারেন্টভুক্ত দুই আসামি কে গ্রেফতারের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, উপজেলার সর্বত্র আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অপরাধীদের গ্রেফতারে সর্বদা সচেষ্ট রয়েছে তাহিরপুর থানা পুলিশ।