সিলেটপোস্ট ডেস্ক::স্কলার্সহোম প্রিপারেটরী স্কুলের অভিভাবক মতবিনিময় সভা বৃহস্পতিবার নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। শাহী ঈদগাহ ক্যম্পাসের অভিভাবক আব্দুল মুনিম মল্লিক মুন্নার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কলার্সহোম স্কুলের বিভিন্ন ক্যম্পাসের অভিভাবক প্রতিনিধিরা।
অভিভাবকরা তাদের বক্তব্যে স্কুল কর্তৃপক্ষকে অবিলম্বে ১০টি দাবী মেনে নেয়ার আহবান জানান।
এই ১০টি দাবী সম্বলিত স্মারকলিপি স্কুল কর্তৃপক্ষের কাছে দেয়া সিদ্ধান্ত নেয়া হয়। দাবী-১, স্কুল ম্যানেজিং কমিটি-তে প্রত্যেক শাখা থেকে ১জন অভিভাবক রাখতে হবে, ২-একই পরিবারের একাধিক শিশু স্কুলে পড়ালেখা করলে স্কুল কর্তৃপক্ষে তাদের বেতন, ভর্তি সব কিছুতে ছাড় দিবেন, ৩-স্কলার্সহোম স্কুলের বিভিন্ন ক্যম্পাসে অপ্রতুল পার্কিং ব্যবস্থা।
দ্রুত পার্কিং পরিধি বাড়াতে হবে, ৪-শিক্ষা, ফলাফল, শিক্ষার্থীদের নানা সুবিধা অসুবিধা নিয়ে সরাসরি শিক্ষকদের সাথে কথা বলার ব্যবস্থা করতে হবে, ৫- শিক্ষকরা প্রাইভেট টিউশুনি বেশি করেন-ক্লাসে পাঠদান কম করান। এই বিষয় কর্তৃপক্ষের নজর দিতে হবে, ৬-অভিভাবক প্রতিনিধি নির্বাচন দিতে হবে, ৭- বিদ্যালয়ে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নেই। এবং যারা আছে তারা অপেশাদার। তাই ভাল ট্রেইনড সিকিউরিটি গার্ড দিতে হবে, ৮- প্রতিটি শ্রেনীকক্ষ সিসিটিভ ক্যামরোর আওতায় আনতে হবে, ৯-ইংরেজী মাধ্যমের স্কুল হলেও বেশিরভাগ বাচ্চারাই কমিউনিকেশন ইংরেজীতে দূর্বল এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে, ১০-উন্নয়ন ফি বাতিল ও রিএডমিশন ফি কমাতে হবে।
সভায় বিভিন্ন দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন শিবগঞ্জ শাখার অভিভাবক প্রতিনিধি, মঞ্জুর আহমদ চৌধুরী, মেজরটিলা শাখার লুবনা ইয়াসমিন সম্পা, আমিনুর রশীদ চৌধুরী ফয়সল, মদনীবাগ শাখার হোসেন আহমদ , পাঠানটুলা শাখার সদরুজ্জামান চৌধুরী, শাহী ঈদগাহ শাখার জাকির আহমদ চৌধুরী সহ বিভিন্ন ক্যাম্পাসের অভিভাবক প্রতিনিধিরা। এই দাবীগুলো খুব শিগ্রই স্কুল কর্তৃপক্ষের কাছে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।