সোমবার প্রকাশিত তথ্য নিরাপত্তা প্রতিষ্ঠান ডিজিটাল আর্টসের জরিপে বলা হয়, পান্তরে একই বয়সের ছাত্ররা ২৪ ঘন্টার মধ্যে মাত্র চার ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করে।স্মার্টফোন গেমের পাশাপাশি জাপানের মেসেজিং ও নেটওয়ার্কিং অ্যাপ লাইনের মতো সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে কিশোর-কিশোরীদের তাদের মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা ল্যকরা যায়। সহজে বহনযোগ্য এ প্রযুক্তির প্রতি নবীন প্রজন্ম আসক্ত হয়ে পড়া নিয়ে ক্রমেই উদ্বেগ বৃদ্বি পাওয়ার মধ্যেই এ জরিপ চালানো হয়।
ডিজিটাল আর্টস জানায়, জাপানের হাই স্কুলের মোট শিক্ষার্থীর ৯৬ শতাংশ মোবাইল ফোন ব্যবহার করে থাকে। পক্ষান্তরে জুনিয়র হাই স্কুলের ৬০ শতাংশ শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে। এদিকে জাপানের প্রাথমিক বিদ্যালয়ের উপরের দিকে প্রতি ১০ জনের চারজন শিক্ষার্থী মোবাইল ব্যবহার করে থাকে। অনলাইনে চালানো এ জরিপে জাপানের বিভিন্ন স্কুলের ৬শ’ ১৮ শিক্ষার্থীর মতামত নেয়া হয়।