সিলেটপোস্ট ডেস্ক::আগামীকাল মঙ্গলবার ২২ অক্টোবর সকাল ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদ।
দীর্ঘ এক যুগ পর দেশের মাঠিতে পা রাখবেন তিনি। এর আগে ২০ অক্টোবর ভোর ৫ টায় একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন কয়ছর এম আহমদ। তার সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য বিএনপির ৮৫ জন নেতা রয়েছেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে সিলেটের গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে মিলিত হবে।
সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদ।
উল্লেখ্য, সিলেট ওসমানী বিমান বন্দর থেকে তিনিসহ তার সফর সঙ্গীরা চলে যাবেন জগন্নাথপুর পৌর শহরে। ঐদিন বিকেলে সুনামগঞ্জ-৩ শান্তিগঞ্জ-জগন্নাথপুর এর দলীয় নেতাকর্মীরা জগন্নাথপুর পৌর শহরে এক বিশাল সংবর্ধনার আয়োজন করেছে।