প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আবদুল আউয়াল তালুকদার বলেছেন, শিক্ষকদেরকে পিছনে রেখে আলোকিত সমাজ গড়া সম্ভব নয়। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই হচ্ছেন আলোকিত সমাজ গড়ার কারিগর। এদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা প্রয়োজন। প্রধানমন্ত্রী ঘোষিত উন্নীত স্কেল এখনো বাস্তবায়িত হয়নি। তাই প্রধানমন্ত্রী ঘোষিত উন্নীত স্কেলসহ সকল দাবী দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। তা হলেই আলোকিত সমাজ গড়ার কাজ দ্রুত এগিয়ে যাবে।
তিনি গত শুক্রবার বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সরকারী কিন্ডারগার্টেন স্কুলে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা সভাপতি ওয়েছ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক গনেশ পাল দীপু ও সাংগঠনিক সম্পাদক নজমুল হকের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মঞ্জু লাল দে, মহা সম্পাদক ছালেহা আক্তার, যুগ্ম সম্পাদক কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ।
সিলেট জেলা সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা সাবেক সভাপতি আবুল খায়ের, সিনিয়র সহ-সভাপতি গোলাম রব হাসনু, মহানগর সাধারণ সম্পাদক শেফালী বেগম, সুনামগঞ্জ জেলা সম্পাদক গিয়াস উদ্দিন, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ, হবিগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, সিলেট জেলা সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ূম, সহ-সাধারণ সম্পাদক নুহেল আহমদ চৌধুরী, আব্দুস শহীদ তাপাদার, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, ফয়জুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন চন্দ্র তালুকদার, অর্থ সম্পাদক আতাউর রহমান, বিশ্বনাথ উপজেলা সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক গৌছ আলী, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি অনিল শর্মা, জকিগঞ্জ উপজেলা সভাপতি বিশ্বজিৎ রায়, সদর উপজেলা আহবায়ক শিমুল আক্তার, সাবেক সিনিয়র সহ-সভাপতি অচিন্ত ভট্টাচার্য্য, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সমর চক্রবর্ত্তী, গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মতিউর রহমান। গীতা পাঠ করেন বিশ্বজিৎ রায়।