সংবাদ শিরোনাম
গণতন্ত্র হত্যাকারীরা যাতে মাথাচাড়া দিতে না পারে, খেয়াল রাখতে হবে: কাইয়ুম চৌধুরী  » «   ওসমানীনগরে আ,লীগ নেতা মুকিদের বিরোদ্ধে প্রবাসী মহিলার টাকা আত্নসাতের অভিযোগ!  » «   শান্তিগঞ্জের টাইলা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দিনমুজুরের বসতভিটা দখল করেছে ভূমিখেকোচক্র  » «   সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে ভূয়া ঠিকানা ব্যবহার করে স্বাস্থ্য সহকারী পদে চাকরি নেওয়ার অভিযোগ  » «   সিলেটসহ ২৫ জেলার নতুন ডিসিদের কর্মস্থলে যাওয়া মানা, প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিফিং স্থগিত  » «   সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বামীর ছুরিকাঘাতে প্রাণগেল স্ত্রীর   » «   সিলেটের শাহপরাণ (রাহ.) মাজারে আলেম-জনতার সঙ্গে গভীর রাতে ওরসপন্থীদের সংঘর্ষ  » «   সারাদেশের সাত বিভাগে ২৪ ঘণ্টায় নতুন ৬১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি, একজনের মৃত্যু  » «   সিলেটে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন পি. কে. এম এনামুল করিম  » «   গোলাপগঞ্জে নির্দোষ ব্যক্তিকে আন্দোলনের মামলায় আসামি দিয়ে হয়রানির অভিযোগ  » «   ব্যক্তিগত স্বার্থের জেরে শরীফপুর ইউপিতে তালা, ভেঙে ফেলল বিক্ষুব্ধ জনতা  » «   নবীগঞ্জে দখলদারদের কবলে ডেবনা নদী উপর ঘর-বাড়ি! অল্প বৃষ্টি বা বন্যার পানি আসলেই তলিয়ে যায় এলাকা  » «   দায়িত্ব বুঝে নিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার  » «   সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত  » «   বিচার করতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের,কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে- সিলেটে আল্লামা মামুনুল হক  » «  

সীমান্তিক সূর্যের হাসি ক্লিনিক দক্ষিণ সুরমা শাখার কুইজ

2222*  রোমানা বেগম (ছদ্মনাম)। ষোল বছর বয়সে তাহার বিয়ে হয়। বর্তমানে সে গর্ভবতী। তাহার রিক্সাচালক স্বামী তার চিকিৎসার ব্যাপারে উদাসীন। সে প্রায়ই রোমানাকে গালিগালাজ করে। রোমানা তাহার গর্ভকালীন চিকিৎসার জন্য সূর্যের হাসি ক্লিনিকে এসেছে। এখানে সে কাউন্সেলরের কাছে সব বিষয়ে খোলামেলা আলোচনা করল। কাউন্সেলর তার কথা মনোযোগ সহকারে শুনে বললেন, পুরো গর্ভকালীন সময়ে তাকে কমপক্ষে চারবার সেবাদানকারীর নিকট থেকে সেবা নিতে হবে। কাউন্সেলর তাকে অভয় দিয়ে বললেন, প্রসবকালীন সময়ে মা ও শিশুর মৃত্যুহার বেশি। তাই এ সময় তাহার জন্য ৪ সদস্য বিশিষ্ট সূর্যের হাসি ক্লিনিকের তিনদিনের পাহারা কর্মসূচী নেয়া হবে। শুধূ তাই নয়, স্বামীর অনুমতি নিয়ে কমিউনিটির সাথে আলোচনা করে তার বাড়ীর সামনে লাল পতাকা উড়ানো হবে। প্রসবকালীন সঞ্চয়ের জন্য তাকে মায়ের ব্যাংক দিলেন। প্রসব পরবর্তী সময়ে বাচ্চা জন্মের ১ঘন্টার মধ্যে শিশুকে শাল দুধ খাওয়াতে হবে এবং বাচ্চার বয়স ছয় মাস পূর্ণ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। রোমানাকে কাউন্সেলর দুধ খাওয়ানো/’পুষ্টি কর্ণারে নিয়ে গেলেন। তাকে কর্ণারের বিভিন্ন উপকরণ দেখিয়ে বললেন, শিশুর ছয় মাস পর থেকে বয়স অনুসারে বাড়তি খাবার দিতে হবে এবং পূর্ণ দুই বৎসর পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে। তাকে টিকা নিতে বললেন। রোমানা সূর্যের হাসি ক্লিনিকে সেবা নিয়ে খুশি মনে বাড়ি চলে গেল এবং পাড়াপড়শিকে সূর্যের হাসি ক্লিনিকের সেবা নিতে বলল।

*  সুনা মিয়া (ছদ্মনাম) প্রবাসে থাকেন। দীর্ঘদিন পর প্রবাস থেকে বাড়ীতে এসে নতুন বিয়ে করলেন। ইদানীং বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত সে। ডাক্তারের কাছে চিকিৎসার পরও তার অসুস্থতা দিন দিন বাড়ছে। কিছুদিন পর তাহার নব বিবাহিত স্ত্রীও স্বামীর মত রোগাক্রান্ত হলেন। পরিবারের লোকেরা তাদের কাছ থেকে দূরে সরে যেতে লাগল। সূর্যের হাসি ক্লিনিকে পহেলা ডিসেম্বর এইডস্ নিয়ে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হলো। সুনা মিয়া ও তার স্ত্রী সে অনুষ্টানে আসলেন। আলোচনা সভায় আলোচনাকারীরা বললেন, এইডস্ আক্রান্ত ব্যক্তির সাথে ওঠা-বসা করলে, তাকে স্পর্শ করলে, তার ব্যবহৃত থালা-বাসন, গ্লাস ইত্যাদি ব্যবহার করলে এইডস্ ছড়ায় না। এমনকি মশা-মাছির মাধ্যমেও এ রোগ ছড়ায় না। এ রোগ প্রতিরোধের জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলা, জীবাণুমুক্ত রক্তগ্রহণ না করা, এ রোগের সন্দেহ হলেই দ্রুত সেবাদানকারীর নিকট পরামর্শ নিলে এ রোগ প্রতিরোধ করা যায়। এইডস্ এর কোন চিকিৎসা নেই, সচেতনতাই এই রোগ প্রতিরোধের একমাত্র উপায়। অনুষ্ঠানে তারা সূর্যের হাসি ক্লিনিকের ৫টি ইএসপি সেবা সম্পর্কে জানল।

কুইজের প্রশ্ন

১।  এইডস কি?

 

২।  কিভাবে এইডস ছড়ায়?

 

৩।  একজন গর্ভবতীকে পুরো গর্ভকালীন সময়ে কতবার সেবাদানকারীর নিকট ভিজিট করতে হয়?

 

৪।  শাল দুধ কি ?

 

৫।  কতদিন বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ ব্যতিত অন্য কোন খাবার দেয়া যাবে না?

 

৬।  দেশের বর্তমান আইন অনুযায়ী ছেলে ও মেয়েদের বিয়ের নূন্যতম বয়স কত?

 

৭।  সূর্যের হাসি ক্লিনিকের অত্যাবশ্যকীয় সেবা প্যাকেজ কয়টি ও কি কি ?

 

৮।   জেন্ডার কাকে বলেন?

 

৯।  একজন মহিলাকে মোট কয়টি টিকা নিতে হয়?

 

১০।  মায়ের ব্যাংক কাকে বলে ?

 

১১। এইডস্ কিভাবে প্রতিরোধ করা যায়?

 

১২।  সূর্যের হাসি ক্লিনিকের তিন দিনের পাহারা টিমের সদস্য সংখ্যা কতজন?

 

১৩। কিভাবে এইডস ছড়ায় না ?

 

১৪।  কত বছর বয়স পর্যন্ত শিশুকে বাড়তি খাবারের সাথে মায়ের দুধ খাওয়াতে হবে?

 

১৫।  বিশ্ব এইডস দিবস কবে?

নিয়মাবলী

১। অংশগ্রহণকারীকে স্বহস্তে উত্তরপত্র লিখে জমা দিতে হবে। উত্তরপত্রে অবশ্যই নাম, ঠিকানা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম সহ মোবাইল নং লিখতে হবে।
২। সর্বোচ্চ উত্তরদাতাদের মধ্য থেকে ২০ জন (প্রয়োজনে লটারী) বিজয়ীকে সম্মাণনা ও পুরস্কার দেয়া হবে।
৩। উত্তরপত্র আগামী ২৫/১১/২০১৫ ইং বিকাল ৪ ঘটিকার মধ্যে সূর্যের হাসি ক্লিনিক, স্কুল রোড, মোগলাবাজার, দক্ষিণ সুরমা, সিলেট- এ জমা দিতে হবে।

প্রয়োজনে : ০১৭৯৫-২৭৬৩১৮ (ক্লিনিক ম্যানেজার) কল করে বিস্তারিত জানা যাবে।
৪। সিলেটপোস্ট থেকে ডাউন লোড করে উত্তর প্রদান করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.