সংবাদ শিরোনাম
নিয়োগ প্রাপ্ত পাবলিক প্রসিকিউটর এড. ফয়েজকে প্রত্যাখ্যান করে সিলেট আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ  » «   তারেক রহমান আইনী ব্যবস্থার মাধ্যমে অচিরে দেশে ফিরে আসবেন”-এম এ মালেক  » «   আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন  » «   জাফলংয়ের ইসিএভুক্ত এলাকায় অভিযান চালিয়ে ৭০০ নৌকাসহ বালু ও পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত  » «   সিলেটের দুই হোটেলের বিরুদ্ধে মালপত্র আটকে হয়রানির অভিযোগ যুক্তরাজ্য প্রবাসীর  » «   ওসমানীনগরে চিনি ভর্তি ট্রাক ছিনতাই চেষ্ঠাকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ   » «   কুলাউড়া সদর ইউপি চেয়ারম্যান নোমানের বিরুদ্ধেব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  » «   ১৭ অক্টোবর সিলেট আসছেন বিএনপি যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক  » «   হাজার মানুষের ভালোবাসায় সিদ্ধ যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক  » «   শারদীয় দুর্গোৎসব শান্তি ও সমপ্রীতির বার্তা ছড়িয়ে দেয় আবু আহমদ ছিদ্দীকী এনডিসি  » «   দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধি করতে হবে-সিলেটের জেলা প্রশাসক  » «   আজ যুক্তরাজ্য থেকে দেশে আসছেন বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা এমএ মালিক-স্বাগত জানাবেন নেতাকর্মীরা  » «   শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে সিলেট মহানগর কৃষক দলের নেতাকর্মীরা  » «   ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত  » «   বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরকে সিলেট মহানগর কৃষক দলের ফুলেল শুভেচ্ছা  » «  

ফেইসবুক বন্ধ,কেমন দেখছেন সাধারণ মানুষ?

সলমান আহমদ চৌfacebook_lockdown-1091333-100005633-largeধুরী রিপোর্ট : উল্লেক্ষ্য যে গত১৮ই নভেম্বর যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড রিভিউয়ের আবেদন খারিজের দুই ঘণ্টা পর বুধবার দুপুরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ হয়ে যায়।

তার আগে ফেইসবুকসহ ইন্টারনেটে যোগাযোগ মাধ্যমের বিভিন্ন অ্যাপ বন্ধ হয়ে যায়।

সেই দিন বিকেলে যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “দেশ ও জাতির নিরাপত্তার স্বার্থেই এগুলো বন্ধ করা হয়েছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগেহ বলেছিলেন ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে জঙ্গিরা কার্যক্রম চালাচ্ছে তা নিয়ন্ত্রণে ইন্টারনেটে কড়াকড়ি আরোপের কথাও বলেছিলেন তিনি।

চল্লচিত্র নির্মাতা মাজহার মুন্না বলেন,মুষ্টিমেয় কিছু সংখ্যক লোকের কারণে আজ সকলকে এর দূর্ভোগ পোহাতে হচ্ছে।সরকার যদি মনে করে ফেইসবুককে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা দেশে অশান্তি সৃষ্টি করছে তাহলে যারা এই ধরণের কর্মকান্ডে জড়িত আছে তাদেরকে প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে তাদেরকে নজরদাড়িতে এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যত দ্রুত সম্ভব ফেইসবুক সহ সামাজিক যোগাযোগের সকল মাধ্যমগুলো খুলে দেয়ারও জোড় দাবি জানান তিনি।

অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মুনসাদ হোসেন চৌধুরী জানান, ফেইসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি হল বিজ্ঞাপনের একটি জনপ্রিয় মাধ্যম যার মাধ্যমে বিশ্বের সকল ছোট-বড় কোম্পানী তার সম্পর্কে এবং তার পণ্য সম্পর্কে সবার কাছে তুলে ধরে যা একটি দেশের সার্বিক উন্নয়ন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে।

ব্রিটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের ইনচার্জ শাহিনুর রহমান চৌধুরী জানান, ফেইসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ রেখে দুস্থকৃতিকারীদের গ্রেফতার করা সম্ভব নয়।সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে এতে করে আমরা দিন দিন নীচের দিকে যাচ্ছি।সরকার চাইলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে পারে এতে দেশ এবং দশের উপর কোন প্রভাব পড়বে না।

ফেইসবুক বন্ধ করা অনেকটা “শাক দিয়ে মাছ ঢাকার মত” এমনটাই মন্তব্য করেন এক তরুন ফেইসবুক ব্যবহারকারী রুবেল মুন্সি।তিনি জানান, সরকার সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধ করে দিয়েছেন কিন্তু ৪০% ফেইসবুক ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে তারা সামাজিক যোগাযোগের সবকটি মাধ্যমগুলো সচল রেখেছেন।

বন্ধ ফেইসবুকে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের দেয়া স্ট্যাটাস নিয়েও মন্তব্য করেন তিনি।তিনি বলেন সরকার ফেইসবুক বন্ধ করে দিয়েছে আবার সেই সরকারেই মন্ত্রী এই আইন ভঙ্গ করে ফেইসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।
যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের জানান,যারা অন্যান্য মাধ্যম ব্যবহার করে যোগাযোগের মাধ্যমগুলো সচল রেখেছেন তারা নজরদারীতে রয়েছেন,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
রুবেল মুন্সি আরও বলেন যদি ফেইসবুক সচল রাখার দায়ে কাউকে শাস্তি দেয়া হয় তাহলে সবার আগেহ সেই মন্ত্রীর শাস্তি হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব সামাজিক যোগাযোগের সকল মাধ্যম খুলে দেয়ার দাবিও জানান তিনি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.