সিলেটপোস্ট ডেস্ক::দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। একই বিমানে এসেছেন টাইগারদের নতুন কোচ ফিল সিমন্স।
গতকাল বিকালে সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহেকে ছাটাই করে নতুন কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের নাম ঘোষণা করে বিসিবি। সেই নাম ঘোষণার ২৪ ঘন্টা না পেরোনোর আগেই বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি।বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সিমন্স।
আগামী ২১শে অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই শুরু হবে ফিল সিমন্সের কোচিং ক্যারিয়ারে বাংলাদেশ অধ্যায়।