সিলেটপোস্ট ডেস্ক::সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সিলেট মহানগর কৃষক দলের নেতাকর্মীরা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যা সিলেট মহানগর নগরের ১৭ নং ওয়ার্ড এর চৌহাট্রা ঐতিহ্যবাহী সেন্টাল ফার্মেসির পারিবারিক পূজা মণ্ডপ সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের সভাপতি ও সাবেক ১৭ নং ওয়ার্ড এর জান নন্দিত কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন।
এছাড়াও উপস্থিত ছিলেন, সুলতান আহমদ চৌধুরী, শেখ লুৎফুর রহমান, শাকিল আহমদ, আলতাফ হোসেন, ছাদেকুর রহমান, আব্দুল রকির, সৈয়দ মোহাদ্দিছ,শফিকুর রহমান, গিয়াস উদ্দিন, গিলমান আহমেদসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী সকলের সাথে মতবিনিময়কালে হুমায়ুন কবির শাহীন বলেন, আপনারা আমাদের ভাই, আমাদের বোন। আমরা একে অপরের আপনজন। কোন অশুভ শক্তি আমাদের সম্পর্ক ছিন্ন করতে পারবে না।কৃষক দলসহ বিএনপি’র অঙ্গ সংগঠন সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পরে সকলেই পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।