সিলেট পোস্ট ডেস্ক : এবার টুইটার-স্কাইপ-ভাইবারসহ বাংলাদেশে বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগের মাধ্যম খুলে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বিটিআরসির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এর আগে ২২ দিন বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার খুলে দেয়া হয় জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সোমবার দৈনিক ইত্তেফাককে বলেন, ‘বাংলাদেশে সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।’