সিলেটপোস্ট ডেস্ক::কেন্দ্র ঘোষিত ৮ দফা দাবী বাস্তবায়নে খেলাফত মজলিস সিলেট মহানগর জালালাবাদ থানার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে টুকের বাজারে সিলেট মহানগর জালালাবাদ থানার সভাপতি হাফিজ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাসিমুর রিয়াজ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর খেলাফত মজলিস সহ সভাপতি ডা. ফয়যুল হক, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাশুক আহমদ, সিলেট সদর উপজেলা সহ সভাপতি আ খ ম লোকমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সিলেট সদর উপজেলা হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা রফিকুজ্জামান, খেলাফত মজলিস মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, প্রচার সম্পাদক আফজাল হোসাইন কামিল, কোতোয়ালি পশ্চিম থানা সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, কোতোয়ালি পূর্ব থানা সভাপতি জাহেদ আহমদ চৌধুরী, সিলেট সদর উপজেলা সহ সভাপতি মাস্টার ফয়সল আহমদ, বিমানবন্দর থানা সহ সভাপতি মাওলানা শিব্বির আহমদ, জালালাবাদ থানা সহ সভাপতি প্রভাষক হাফিজ মাওলানা সাদিকুর রহমান, মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ই এইচ শামিম, বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কয়সর আহমদ কাওছার, দক্ষিণ সুরমা থানা সাধারণ সম্পাদক এস জামান সাজু, ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর জালালাবাদ থানা সভাপতি ইমদাদুল হক ইয়াহইয়া প্রমুখ।