সিলেটপোস্ট ডেস্ক::ফেঞ্চুগঞ্জের বহুল প্রতীক্ষিত শাহজালাল সারকারখানা (এসএফসিএল) রেলগেইট হতে পালবাড়ি তজমুল আলী চত্বর পর্যন্ত প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত আরসিসি সড়কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ফেঞ্চুগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ এই সড়কের শুভ উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
উদ্বোধনকালে হাবিব বলেন, ‘সারকারখানা হতে উৎপাদিত সার তজমুল আলী চত্বর হয়েই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছায়। সড়কটির বেহাল দশা সার পরিবহনে ব্যবহৃত ভারি যান চলাচলে বিঘ্নতা সৃষ্টির পাশাপশি স্থানীয় জনসাধারণের প্রথম ও প্রধান অভিযোগ ছিলো। আমি কথা দিয়েছিলাম অচিরেই এই সমস্যার সমাধান হবে। কথা রেখেছি। দীর্ঘদিনের জনভোগান্তির অবসান হয়েছে।’
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার একটি জনবান্ধব সরকার। সাধারণ মানুষের ছোট থেকে ছোট দাবিগুলোও এই সরকার আমলে নিয়েছে এবং সে অনুসারে কাজ করেছে। কাজের মাধ্যমে সবার মন জয় করে এই সরকার আবারো ক্ষমতায় আসবে এবং জনগণের নিরাপত্তা ও সেবায় সদা জাগ্রত ও নিয়োজিত থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ সদস্য নাহিদ হাসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম মিফতার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, প্রচার সম্পাদক শেখ এনামুল হক, ১নং সদর ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ২নং মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ৩নং ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, আব্দুল মালিক সাইস্তা, আশফাকুল ইসলাম সাব্বির, মোহাম্মদ দিদারুল শিহাব, রাজু আহমদ মুন্না, মেহেদি হাসান সিদ্দিকী, আব্দুস সামাদ খান বুলবুল, আবুল কাসেম চৌধুরী রুমেল, টিপু সুলতান, শাহ আলম সজীব, এনায়েত হোসেন রাসেল, শেখ মিজানুর রহমান স্বপন, ফয়জুর রহমান, দিদারুল আলম নিমু, মাহবুবুল ইসলাম চৌধুরী মিছলু, পারভেজ আহমদ, ফাহিম আহমদ শাহ, রেজান আহমদ শাহ, নাজিমুল ইসলাম নিরব, নাঈমুর রহমান, শেখ মাআদুল হক, রাসেল আহমদ শাহ, দেওয়ান ফাহিম, শেখ জুমাদ, আশফাক জাকারিয়া, হোসেন মল্লিক, আশরাফুল করিম সৌরভ, শেখ বদরুল হাসান প্রমুখ।