সংবাদ শিরোনাম
নির্বাচন বিলম্ব হলে জাতীয় ঐক্য ও বিপ্লব ব্যাহত হতে পারে -হুমায়ুন কবির শাহীন  » «   জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২  » «   ইজতেমা মাঠে হামলা-হত্যা : সিলেটে কওমি মাদরাসা ঐক্য পরিষদের বিক্ষোভ  » «   সিলেটে নগরীর চালিবন্দরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু  » «   সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচন: উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র জমা  » «   মহান বিজয় দিবসে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন  » «   সিলেট ব্যাটালিয়ন বিজিবি কর্তৃক ০১ কোটি ৭৫ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   ১ কোটি দাবীর মধ্যে ২৫ লাখে মুক্তি পেলেন মিসবাহ উদ্দিন সিরাজ  » «   সিলেটে বেড়েছে কিশোর চক্র ঝাপটা পার্টি ও চুরি, ছিনতাই, ডাকাতি: আতঙ্কে সাধারণ মানুষ  » «   সংস্কার ও নিত্যপণ্য সহনীয় করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মা শান্তি পাবে-মকসুদ হোসেন  » «   স্বৈরশাসক শেখ হাসিনার গুম-খুনসহ সব অপকর্মের বিচার এ দেশেই হবে: কলিম উদ্দিন আহমেদ মিলন  » «   সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারকে ঘর দিল সেনাবাহিনী  » «   মিথ্যা অভিযোগে মামলা ও মানহানী করছেন মানব পাচারকারী আবুল হক-সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন  » «   ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সিলেট মহানগর কৃষক দল  » «   গোয়াইঘাটে অবৈধভাবে বালু উত্তোলন: আপত্তি দিতে গেলে প্রাণে মারার হুুমকি  » «  

কেমুসাসের ১৭তম বইমেলা শুরু হচ্ছে ১ ডিসেম্বর

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) এর ১৭তম বইমেলা শুরু হচ্ছে ১ ডিসেম্বর। ১৬ দিনব্যাপী বইমেলা চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত। বইমেলা উপলক্ষে রোববার (২৬/১১/২০২৩) সিলেট নগরীর দরগাগেইটস্থ কেমুসাস কনফারেন্স হলে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত সভায় এ তথ্য জানানো হয়।

সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বইমেলা উপকমিটি-২০২৩ এর সদস্য সচিব প্রিন্স সদরুজ্জামান চৌধুরী বলেন, কেমুসাসের উদ্যোগে ইতোমধ্যে ১৬টি বইমেলা সফলভাবে আয়োজন করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০০ সালে প্রথম বইমেলা আয়োজন করা হয়। সেই বছরের ২৪, ২৫ ও ২৬ মার্চ তিনদিনব্যাপী ওই বইমেলা অনুষ্ঠিত হয়। এর পর ২০০৫ সালে ২য়, ২০০৬ সালে ৩য়, ২০০৭ সালে ৪র্থ, ২০০৯ সালে ৫ম, ২০১২ সালে ৬ষ্ঠ, ২০১৪ সালে ৭ম, ২০১৫ সালে ৮ম, ২০১৬ সালে ৯ম, ২০১৭ সালে ১০ম, ২০১৮ সালে ১১তম, ২০১৯ সালে ১২তম, ২০২০ সালে ১৩তম, ২০২১ সালে ১৪তম, ২০২২ সালে ১৫তম এবই ২০২২ সালে ১৬তম বইমেলা অনুষ্ঠিত হয়।

সদরুজ্জামান চৌধুরী বলেন, বইমেলায় শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য নির্ধারিত বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে রয়েছে চিত্রাঙ্কন, হাতের লেখা, আবৃত্তি, ক্যালিওগ্রাফি, উপস্থিত বক্তৃতা, ক্বিরাত ও গান প্রতিযোগিতা। তিনি বলেন, বইমেলা উপলক্ষে ৩০ নভেম্বর  বিকেল ৪টায় নগরীতে র‌্যালি বের করা হবে। বইমেলার উদ্বোধন হবে ১ ডিসেম্বর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইদিন বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সুষমা দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা ও বাংলা একডেমির পরিচালক, ফেকলোরবিদ ড. আমিনুর রহমান সুলতান। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেমুসাসের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ নূর।

২ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বিশেষ গ্রুপ (প্লে থেকে ১ম শ্রেণি) এবং ‘ক’ গ্রুপ (২য় থেকে ৩য় শ্রেণি) এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রকাশনা অনুষ্ঠান। ৩ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘খ’ গ্রুপ-(৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি), ‘গ’ গ্রুপ (৭ম থেকে ১০ম শ্রেনি) এবং ‘ঘ’ গ্রুপ (কলেজ/বিশ^বিদ্যালয়) এর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রকাশনা অনুষ্ঠান। ৪ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘ক’ গ্রুপ (৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি), ‘খ’ গ্রুপ (৭ম থেকে ১০ম শ্রেনি) এর হাতের লেখা প্রতিযোগিতা। ওইদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রকাশনা অনুষ্ঠান। ৫ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘বিশেষ’ গ্রুপ (প্লে থেকে ১ম শ্রেণি) ও ‘ক’ গ্রুপের আবৃত্তি প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রকাশনা অনুষ্ঠান। ৬ ডিসেম্বর বিকেল ৩টায় শুরু হবে ‘খ’ গ্রুপ (৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি), ‘গ’ গ্রপ (৭ম থেকে ১০ম শ্রেনি) এবং ‘ঘ’ গ্রুপ (কলেজ/বিশ^বিদ্যালয়) এর আবৃত্তি প্রতিযোগিতা। ওইদিন সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রকাশনা অনুষ্ঠান। ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ১১৭৯তম সাহিত্য আসর। ৮ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘ক’ গ্রুপ (৭ম থেকে ১০ম শ্রেণি), ‘খ’ গ্রুপ (কলেজ/বিশ্ববিদ্যালয়/মাদ্রাসা) এর ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রকাশনা অনুষ্ঠান। ৯ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘ক’ গ্রুপ (৭ম থেকে ১০ম শ্রেণি), ‘খ’ গ্রুপ (কলেজ/বিশ্ববিদ্যালয়) এর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রকাশনা অনুষ্ঠান। ১০ ডিসেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘বিশেষ’ গ্রুপ (১ম থেকে ৩য় শ্রেণি), ‘ক’ গ্রুপ (৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি), ‘খ’ গ্রুপ (৭ম থেকে ১০ম শ্রেণি) এবং ‘গ’ গ্রুপ (কলেজ/বিশ্ববিদ্যালয়/মাদ্রাসা) এর ক্বিরাত প্রতিযোগিতা। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে লিটলম্যাগ আন্দোলন বিষয়ে আলোচনা সভা। ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে বাংলা কবিতা বিষয়ে আলোচনা সভা। ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় প্রকাশনা অনুষ্ঠান। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা। ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় পাঠাভ্যাস বৃদ্ধি ও কেমুসাস বইমেলা বিষয়ে আলোচনা অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সমাপনি অনুষ্ঠান, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.