সিলেটপোস্ট ডেস্ক::সূফি সাধক ও মরমি কবি হযরত রকীব শাহ (রহ.) এর ৫৮তম ওফাতবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, মিলাদ, যিকির ও সামা মাহফিলের আয়োজন করা হয়েছে। সিলেট শহরের কাজীটুলাস্থ রকীব শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে আজ শনিবার (১১ মে) বাদ এশা আলোচনাসভা, মিলাদ, যিকির ও সামা মাহফিল অনুষ্ঠিত হবে।
রকীব শাহ্ পরিষদের আয়োজনে এসকল অনুষ্ঠানে ভক্ত-অনুরাগীসহ সকলের উপস্থিতি কামনা করেছেন রকীব শাহ্ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান, কবিপুত্র ড. কাজী কামাল আহমদ।