সিলেটপোস্ট ডেস্ক::ইবনে সিনা হাসপাতালের পক্ষ থেকে ওসমানীনগর বন্যা দূর্গতদের মাজে খাদ্য সামগ্রি বিতরণের উদ্ভোধন করা হয়। নৌকা যোগে ও গাড়ি যোগে উপজেলার বিভিন্ন স্তানে পানিবন্ধি মানুষের বাড়ী বাড়ী গিয়ে ইবনে সিনার কর্তৃপক্ষ ও স্থানীয় দের সাথে নিয়ে ফুডপ্যাক পৌছে দেয়া হয়।
ইবনে সিনার হসপিটালের ডিরেক্টর ও তাজপুর ডিগ্রিকলেজের প্রাক্তন অধ্যাপক জনাব আব্দুল হান্নান এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেটের হেড অব মার্কেটিং ম্যানেজার ওবায়দুল হক, হেফ অব ফার্মেসী জাহাঙ্গীর আলম,ওসমানী নগর ইসলামিক একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মো: সোহরাব আলী, প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার,সমাজ সেবক জনাব রেজুয়ানুর রহমান চৌধুরী ,প্রাক্তন মেম্বার আমিরুল ইসলাম সিকদার,সমাজ সেবক আমজাদ হোসেন সুমন, মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী।
উল্লেখ্য যে ইবনে সিনা হাসপাতাল লি:সিলেটের পক্ষ থেকে ওসমানীনগর,বালাগঞ্জ,বিশ্বনাথ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।