সংবাদ শিরোনাম
সিলেটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন  » «   সিলেট জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  » «   চেম্বারের অবৈধ কমিটি বাতিলে ৪ দিনের আল্টিমেটাম-ব্যবসায়ীদের মানববন্ধনে বক্তারা  » «   নতুন বছরের প্রথম দিনে পাঠ্য বই পাচ্ছেন না সব শিক্ষার্থী  » «   সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৫০ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক  » «   সীমান্তে ১৯ বিজিবি’র অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ  » «   সনাতন ধর্মাবলম্বীদের সাথে মহানগর বিএনপির মতবিনিময় সভা শুক্রবার  » «   বিচার বিলম্বিত হলে, ন্যায় বিচার ক্ষুন্ন হয়- বিচারপতি খিজির আহমেদ চৌধুরী  » «   শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অক্ষুন্ন রাখব : কাইয়ুম চৌধুরী  » «   লালদিঘীরপাড়ে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত ১  » «   সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভূয়া পুলিশসহ দুই যুবক আটক  » «   তারেক রহমানের খালাসের খবরে সিলেটে আনন্দ মিছিল  » «   সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি’র উদ্যোগে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত  » «   কুলাউড়ায় মানব পাচারকারীর বাড়িতে বিজিবির অভিযান,আটক-৮  » «   চিনিকাণ্ডে সবচেয়ে বেশি আলোচিত অঞ্চল সিলেট  » «  

কোম্পানীগঞ্জ পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির কর্মিসভা অনুষ্ঠিত 

সিলেটপোস্ট ডেস্ক::সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করতে পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও জেলা-দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট কামাল হোসেইন বলেন, “গণঅভ্যুত্থান: উদ্যম আর শক্তির নবজাগরণ” ঘটিয়েছে। “প্রিয় সহযোদ্ধগন, গণঅভ্যুত্থানের এই উদ্যম আর শক্তির নবজাগরণ ধরে রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের সংগ্রামের পথে যে বাধা-বিপত্তি এসেছে, তা কোনোদিনই আমাদের থামাতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নের দিন এখন অতীত। আমাদের অনেক সহকর্মী এই অত্যাচার সয়ে মাঠে থেকেছেন, আন্দোলনে থেকে এই জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। আজ সেই ফ্যাসিবাদ পরাজিত, আমাদের সামনে নতুন আলোর পথ। এখন সময় আমাদের শক্তি আর সংহতি আরও দৃঢ় করার। এই বিজয় শুধু আমাদের নয়, এটি দেশের প্রতিটি মানুষের মুক্তির জয়। এ যুদ্ধে আমরা শিখেছি কীভাবে অটুট থেকে এগিয়ে যেতে হয়। আজ থেকে প্রতিটি নেতা-কর্মী আরও সচেষ্ট, আরও উদ্যমী হয়ে গড়ে তুলবেন সেই কাঠামো, যা ভবিষ্যতের জন্য স্থিতিশীল ও শক্তিশালী হবে।

গতকাল (৬নভেম্বর বুধবার) কোম্পানীগঞ্জের দয়ারবাজারে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস’র উদ্যোগে আয়োজিত কর্মী সভায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড কমিটির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, আকবর হোসেন, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শামীম আজাদ, উপজেলা কৃষকদলের সভাপতি বশির আহমদ, উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ওমর ফারুক, পূর্ব ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি তাজ উদ্দিন, দক্ষিণ রণিখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আইন উল্লাহ, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল বাশার বাদশা সহ আরো অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক উসমান আলী, বিএনপি নেতা আব্দুল মন্নান, নছিম উদ্দিন, মাসুক আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি রমজান আলী, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, শ্রমিকদল নেতা আজগর আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ফজলু মিয়া, উত্তর রণিখাই ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আসকর আলী, তেলিখাল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি জুয়েল আহমদ, ইছাকলস ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বুধন মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সফর, সদস্য রাসেল আহমদ, সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আইনুল হক, ইছাকলস ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দিলোয়ার হোসেন, সদস্য নজরুল ইসলাম, ইছাকলস ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মিজানুর রহমান, যুবদল নেতা সাদেক হোসেন, সোহাগ আহমদ, শাহ জাহান, নয়ন আহমদ সহ বিএনপি ও সহযোগিতা অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নুর আলম।

কর্মী সভায় কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয় বিএনপি ও সহযোগিতা অঙ্গসংগঠনের শতশত নেতাকর্মী। নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামীলীগ সরকার উন্নয়নের নামে বিভিন্ন প্রকল্প থেকে লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাষ্ট্রযন্ত্রের সকল স্তরকে ধ্বংস করে দিয়েছে। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কালিমাযুক্ত করার জন্য আওয়ামীলীগের কুলাঙ্গারেরা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। গণতন্ত্রে উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। দেশকে সংস্থার ও স্বৈরাচার সরকারের দোসরদের যড়যন্ত্র মোকাবেলা করতে গণঅভ্যুত্থানের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং মনে রাখতে হবে জুলাই-আগস্টের গণহত্যার সাথে জড়িতদের বিচার না করলে শহীদের আত্মা শান্তি পাবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.