সিলেটপোস্ট ডেস্ক::অন্তর্র্বতীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, “যুব সমাজকে রক্ষায় মাদককে না বলুন” মাদক যুব সমাজকে তিলে তিলে ধ্বংস করে দেয়।
সোমবার দুপুরে সচিবালয়ের উপদেষ্টার দপ্তরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবগঠিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন।
তিনি আরো বলেন, নবগঠিত বোর্ডের প্রতি আশা প্রকাশ করেছেন যে এই বোর্ড রেড ক্রিসেন্টের পূর্বের সুনাম পুনরুদ্ধারে কাজ করবে।, সংস্থার সেবামূলক কার্যক্রমকে শক্তিশালী এবং জনগণের আস্থা পুনরুদ্ধার করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতীক যেন কেউ অবৈধভাবে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে কমিটির সদস্যদের যথাযথ পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন বোর্ড রেড ক্রিসেন্টের পূর্বের সুনাম পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা পালন করবে।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগমের সাথে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট আয়কর আইজীবী রোটারিয়ান আমিনুল ইসলাম, ডা. শেখ আবুজাফর, অধ্যাপক ডাঃ ইমরান বিন ইউনুস, ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ডাঃ মোঃ আবিদুল হক, ডাঃ সাইফুল আলম, মুহাম্মদ তুহিন ফারাবী, শাহে আলম, ড. আহমেদ জামিল ইব্রাহীম, নুরুল ইসলাম সাজু।