সিলেটপোস্ট ডেস্ক::এ এইচ জেড এসোসিয়েট বাংলাদেশ সিলেটে দরগাহ গেইট শাখা ও মোস্তফা হাজেরা ফাউন্ডেশন পরিচালিত এমআইই ইংলিশ কোর্স শাখার উদ্বোধন হয়েছে।
গত শনিবার (৪ জানুয়ারি) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ এইচএস টাওয়ারে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘এ এইচ জেড বাংলাদেশ ও এম এইচ গ্লোবাল ‘গ্রুপের সিইও, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ গোলাম মর্তুজা।
তিনি এ সময় বলেন, সিলেটে আজকের এই শাখা উদ্বোধনের মধ্য দিয়ে এ এলাকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষালাভে যুক্তরাজ্যসহ বিদেশ গমনে এক নতুন দিগন্তের সূচনা হলো। এর মাধ্যমে তারা নিজেদেরকে আরো বেশি যোগ্য করে গড়ে তুলতে পারবে। তিনি বিশ্বের ১৮টি দেশে পরিচালিত এ এইচ জেডের উচ্চশিক্ষা প্রসার কার্যক্রম আগামী দিনে বাংলাদেশে আরো গতিশীল ও জোরদারের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এক্ষেত্রে তিনি সমাজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে এইচ এম গ্লোবাল গ্রুপের হেড অব এডমিন মেজর (অব.) তানভির, এএইচজেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিলেটের শাখা ব্যবস্থাপক রুহিত পারভেজ জয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের শিক্ষানুরাগী, বিশিষ্টজন, প্রিন্ট- ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও সিলেটের সকল শাখায় কমর্রত এ এইচ জেড-এর কাউন্সিলর,কমপ্লায়েন্সর, কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন। এএইচজেড বাংলাদেশ, সিলেট শাখার উদ্যোগে উচ্চশিক্ষার প্রসারে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের জন্য প্রিডিপারচার সেশনের আয়োজন করা হয়। শনিবার সন্ধ্যায় নগরীর জল্লারপারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ‘এ এইচ জেড ও এম এইচ গ্লোবাল’ গ্রুপের সিইও, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী গোলাম মর্তুজা।
তিনি এ এইচ জেড-এর সার্বিক কাউন্সিলিং ও পরামর্শ নিয়ে উচ্চ শিক্ষালাভে যুক্তরাজ্যগামী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যত এবং সফলতা কামনা করেন। তিনি তাদেরকে যোগ্য, দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। একইসাথে যুক্তরাজ্যের ইমিগ্রেশন রুল মেনে সব ক্ষেত্রে সেদেশের আইনানুযায়ী চলে একাডেমিতে সুষ্ঠ পরিবেশ বজায় রেখে বিদেশের মাঠিতে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার আহবান জানান। প্রিডিপারচার সেশন অনুষ্ঠানে উচ্চ শিক্ষালাভে ভিসা নিয়ে যুক্তরাজ্যগামী প্রায় একশত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষানুরাগী, বিশিষ্টজন, সাংবাদিক ও সিলেটের এ এইচ জেডের দুটি শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।