সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

সিলেটে শহীদ ওয়াসিমসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কমনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত

সিলেটপোস্ট ডেস্ক::জুলাই গণঅভ্যুত্থানে বীর চট্টলার কৃতীসন্তান ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহীদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কমনা করে সিলেটে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় সিলেট জজ কোর্টের ২ নম্বর বার হলে এই আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জেলা ছাত্রদলের সাবেক সিনয়র সদস্য মনিরুজ্জামান মিজান ও মাহফুজুর রহমান রাসেলের যৌথ পরিচালনায় এবং সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ল’ কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন।

ইফতার পূর্ব আলোচনাসভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে মুক্তি পেতে এদেশের যেসব বীর সন্তানেরা ভুমিকা পালন করেছে তাদের মধ্যে শহীদ ওয়াসিম আকরাম ছিলেন অগ্রগণ্য। শহীদ ওয়াসিম আমাদের প্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ সৈনিক হিসেবে শহীদ ওয়াসিম আমাদের যে পথ দেখিয়েছে, আমরা সেই পথকে সমৃদ্ধ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। ওয়াসিমসহ যারা জীবন দিয়ে আমাদের মুক্তির স্বাদ এনে দিয়েছে তাদের উত্তরসূরি হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী বাংলাদেশকে বুকে ধারণ করে সামনের দিনে এগিয়ে যাবে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামের রক্তে যারদের হাত রঞ্জিত হয়েছিল। তারা এখন ‘জুলাই আহত’ ভাতা পাচ্ছে। আমরা মনে করি এসব ঘৃণ্য কাজ জুলাই বিপ­বের স্পিরিটকে ধ্বংস করার গভীর চক্রান্ত। এর মাধ্যমে শহীদ ওয়াসিম আকরামের আত্মদানের প্রতি চরম অবমাননা করা হয়েছে। অভিলম্বে শহিদ ওয়াসিম আকরামের উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসী মাহিবী তাজোয়ারের নামে সরকারী গেজেটে জুলাই আহত ভাতা বাতিলের দাবি জানানো হয়। রাষ্ট্রযন্ত্রে বসে যারা মাহিবী তাজোয়ারকে যারা ভাতা প্রদানে সহযোগিতা করেছে সেই সকল স্বৈরাচারারের দোসরদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।

 

আলোচনাসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব আবুল কালাম, মো. নাছির উদ্দিন, আবদুল হান্নান, মামুন আহমদ, সিদ্দেক আলী, স্বেচ্ছাসেবকদল নেতা দেওয়ান নিজাম উদ্দিন খান, বিএনপি নেতা অর্পণ ঘোষ, কাজী রশিদ আহমদ, আবদুস শহিদ, শহিদ ওয়াসিম ব্রিগেড কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহিদুল হক, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিটি’র সদস্যসচিব আতিকুর রহমান চৌধুরী লাভলু, মহানগর যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা সুমন আহমদ, সাহেদুর রহমান পিন্টু, শিহাব উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সেতু, সিলেট মহানগর যুবদল নেতা মো. জাকির হোসেন উজ্জল, ছাত্রদল নেতা আসাদ আহমদ, অ্যাডভোকেট সোলায়মান আহমেদ, যুবদল নেতা এমাদ উদ্দিন এনাম, মালেক উদ্দিন রনি, সায়মন আহমদ, রুহেল আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শায়েস্তা রহমান সানি, ৩১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা খালেদ আহমদ, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন ইমন, জালালাবাদ থানা স্বেচ্ছাসেবকদল নেতা মো. সামছুল আহমদ, শহীদ ওয়াসিম ব্রিগেড’র সিলেটের নেতা সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, সিলেট জেলা ছাত্রদলের সহসাংস্কৃতিক সম্পাদক হিলাল উদ্দিন শিপু, স্টুডেন্ট ইউনিটি নেতা আছনাত উদ্দিন জাহিন, বাংলাদেশ সিটিজেন সলিডারিমিট মুভমেন্ট’র সহযোগী সংগঠন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ব্লকের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, জাহান, সাদেক, ইকবাল, নুর ইসলাম, দয়াল, সোহেল, আরমান, শাহাজাহান, কবির, মহরম, বাংলাদেশ সিটিজেন সলিডারিটি মুভমেন্ট সদর উওর’র আহবায়ক মুহিবুর রহমান মুহিব, সদস্য সচিব মো. ফয়ছল আহমদ, মো. জালাল আহমেদ, আইনুল আহমেদ, সাজ্জাদ, রাহি, সুয়েব, পারভেজ, রনি, র“হেল, শিহাব, সাকিব, নাইম, কামরান মিলন, জুয়েল, তুহিন, ৬নং ফতেপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুল ইসলাম মান্না, জুবায়েদ আহমদ, জুয়েল আহমদ, আফতার উদ্দিন নাসিম, আবু বক্কর সিদ্দিক, মাহবুবুর রহমান মাহি, শাকিল আহমদ, রেজওয়ান আহমদ প্রমুখ।

ক্যাপশন: জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় শহিদ ওয়াসিম আকরামসহ সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.