সংবাদ শিরোনাম
সিলেটের মাটি থেকে এবার পণ্য যাবে সরাসরি বিশ্ববাজারে-রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী  » «   শিক্ষাঙ্গন থেকেই শুরু হোক আদর্শ রাষ্ট্র নির্মাণের পথচলা”-কাইয়ুম চৌধুরী  » «   বিসিবি কর্মকর্তার ইকরাম মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক প্রকাশ  » «   বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন ও সাংস্কৃতিক চর্চার পক্ষে: ইমদাদ চৌধুরী  » «   ফটো সাংবাদিক শহীদ তুরাবের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে-বাবুল তালুকদার    » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন মহানগর কৃষক দলের সভাপতি শাহীন  » «   বিএনপি সবসময় ফিলিস্তিনের মজলুম জনগণের পাশে আছে : কয়েস লোদী  » «   মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন  » «   সিলেটবাসীসহ দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে নববর্ষের শুভেচ্ছা জানালেন শেখ লুৎফুর  » «   সিলেটে বর্ষবরণ শোভাযাত্রায় ব্যবসায়ীদের সরব উপস্থিতির আহ্বান ইমদাদ হোসেন চৌধুরীর  » «   সিলেট মহানগর কৃষক দলের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন মহানগর শ্রমিক দল নেতারা  » «   সম্মেলিত প্রচেষ্ঠাই পারে ফিলিস্তিনের নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটাতে : খন্দকার মুক্তাদির  » «   ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে সিলেট মহানগর কৃষকদলের মিছিল ও র‌্যালি  » «   গণহত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ টিকতে পারেনি, ইসরায়েলও পারবে না: কয়েস লোদী  » «   টানা ৯ দিনের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-আধা সরকারি অফিসসহ সব প্রতিষ্টান  » «  

অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীনের বিদায়ী সংবর্ধনা

সিলেটপোস্ট ডেস্ক::সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, জেলা সমাজ সেবা কার্যালয় ও সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে ও গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামছু।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ, ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী এডভোকেট সত্যজিৎ কুমার দাস, সুইট বাংলাদেশের সভাপতি ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরীন।

বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার হাসীব রাজা চৌধুরী, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মায়া বেগম, রাগীব-রাবেয়া শাহজালাল ইন্সটিটিউর এর প্রধান শিক্ষক হেপী রানী দে, আর্ট এন্ড অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ইসমাইল গণি হিমন, সামাজিক শিশু সুরক্ষা সংস্থার সভাপতি কাজী মহসিন কবির দিদার, সুরমা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মামুন শিকদার, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আল আমিন আহমদ নাঈম, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক ও জিডিএফ এর অফিস সমন্বয়ক শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, শিক্ষিকা অর্চনা রানী দেব, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, সদস্য ববি বেগম, শিক্ষার্থী তোফায়েল আহমদ, অভিভাবক সদস্য আসমা খান, রেদওয়ান আহমদ, নাজমা বেগম, রুশনা বেগম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সুরাইয়া নাসরীনকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোড়া উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট ইন্সক্লুসিভ স্কুলের প্রতিনিধি, সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের জন্য কাজ করাটা শুধু পেশা নয়, এক ধরনের সামাজিক দায়িত্ব। সুরাইয়া নাসরীন সেই দায়িত্ব পালন করেছেন নিষ্ঠা ও মমতার সাথে। তিনি শুধুমাত্র একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকই নন, বরং সিলেটে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের শিক্ষার ক্ষেত্রে এক প্রেরণার নাম। তাঁর কর্মনিষ্ঠা, ভালোবাসা এবং দায়িত্ববোধ আমাদের সকলের জন্য অনুকরণীয়। বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে সুরাইয়া নাসরীন দায়িত্বশীলতার সাথে শিক্ষা প্রদান করেছেন, যা প্রশংসনীয়। বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা লেখাপাড়া করে প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজে ভূমিকা রাখবে।

সংবাদটি ভালো লাগলে শেয়াার করুন

সর্বশেষ সংবাদ

Developed by:

.