প্রবীণ শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তীর আর নেই
সিলেটপোস্ট ২৪ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০২৫, ৩:২০ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমার প্রবীণ শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী (৭৮) আর নেই। বুধবার (৩০ জুলাই) সকাল পৌণে ৯ টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি শেষ নিস্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই পুত্র, পুত্রবধূ, নাতি, নাতিনী, ভাতিজা, ভাতিজি, আত্মীয় স্বজন ছাত্র-ছাত্রীসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এলাকায় খুবই জনপ্রিয় প্রবীণ এই শিক্ষকের মৃত্যু সংবাদ পেয়ে তাকে দেখতে এলাকার জনপ্রতিনিধি, সামাজিক, পেশাজীবিসহ অনেকেই ছুটে যান তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার সিলাম ব্রাহ্মণপাড়ায়। এর আগে বুধবার সকালে তাঁর সিলেটের দাড়িয়াপাড়াস্থ বাসাতেও তাঁকে এক ঝলক দেখতে অনেকেই ভীড় জমান।
উল্লেখ্য, দক্ষিণ সুরমার সুনামধন্য প্রতিষ্ঠান সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী স্থানীয়ভাবে “শ্যামল স্যার” নামে পরিচিত ছিলেন। দীর্ঘ ৪৪ বছর একই বিদ্যালয়ে শিক্ষকতা শেষে ২০১২ সালে তিনি অবসরে গিয়েছিলেন। এলাকার শিক্ষা ও সামাজিক মেলবন্ধন নিশ্চিতে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। প্রিয় শিক্ষককে হারিয়ে দেশে বিদেশে ছড়িয়ে থাকা হাজারো শিক্ষার্থী আজ শোকে মূহ্যমান।
তাঁর বড় ছেলে বিনায়ক চক্রবর্তী পূবালী ব্যাংকের দরগাগেট শাখায় ও ছোট ছেলে বিরাজ কান্তি চক্রবর্তী একই ব্যাংকের কালিঘাট শাখায় কর্মরত। এদিকে তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার সিলাম ব্রাহ্মণপাড়ায় বুধবার বিকেলে মরদেহের সৎকার সম্পন্ন হয়।




