ঐক্য ও পূজা পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিলেটপোস্ট ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ
জিন্দাবাজারস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ার অবৈধ দখলদার জিতেন দেবনাথ এর সহধর্মিণী স্মৃতি রানী দেবনাথ কর্তৃক মিথ্যা ও বানোয়াট অভিযোগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সমাজের বিশিষ্টজনদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে নগরীর মিরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা মন্দিরের অবৈধ দখলদার জিতেন দেবনাথ এবং তার সর্বপ্রকার অবৈধ কর্মকাণ্ডের সহযোগী স্মৃতি রানী দেবনাথ কর্তৃক সমাজের বিশিষ্টজনদের উপর মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়ে বলেন, দীর্ঘদিন থেকে জিতেন ও তার সকল অনৈতিক অপকর্মের সহযোগী স্মৃতি রানী দেবনাথ সহ তার পরিবারের সদস্যরা মন্দিরের পবিত্র ভূমি আত্মসাতের দূরভীসন্ধিতে জাল জালিয়াতি মূলক হীন কর্মকাণ্ড পরিচালনা সহ বিশিষ্টজনদের উপর মামলা দায়ের এর মাধ্যমে চরিত্রে কালিমা লেপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনী এই দুষ্কৃতিকারীদের দমন না করে শিথিলতা প্রদর্শন করায় তাদের দৌরাত্মপনা বেড়ে গেছে। সেজন্যই তারা বাংলাদেশের আপামর সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণের সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সমাজের ও রাষ্ট্রের সম্মানিত নাগরিকবৃন্দের উপর মিথ্যা মামলা দায়ের করেছে। এ সন্ত্রাসী পরিবারের কর্তা জালিয়াত জিতেনের দুই সহযোগী পুত্র রাহুল দেবনাথ ও শান্ত দেবনাথ এবং ভ্রাতুষ্পুত্রদের সমাজবিরোধী অপকর্ম নানা প্রকার হুমকি ধামকি প্রদানের মাধ্যমে শান্তিপ্রিয় আখড়াবাসীর মনে ত্রাস সৃষ্টি করা সহ নানাবিদ সন্ত্রাসী কর্মকান্ডে মন্দিরের সেবাইত ও ভাড়াটিয়ার অতিষ্ঠ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন।
এদের বিরুদ্ধে মামলা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো গ্রেফতার না করায় খুব প্রকাশ করে নিন্দা জ্ঞাপন করেন বক্তারা। তারা অবিলম্বে এ মিথ্যা জালিয়াতি মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় লাগাতার কঠোর কর্মসূচি পালন করা হবে। সভায় আগামী ১৫ নভেম্বর বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ ও ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নিধু ভূষণ দাস এর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ঐক্য পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, ঐক্য পরিষদ মহানগরের সহ-সভাপতি ডিকুম নিঝুম সাংমা, পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য সুব্রত দে, পূজা পরিষদ জেলার যুগ্ম সম্পাদক শৈলেন কর, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, নান্টু রঞ্জন সিংহ, আশীষ রায়, মনমোহন দেবনাথ, শংকর দাস শংকু, দীপংকর দাস, নন্দন চন্দ্র পাল, শংকর ধর, পিনাক কর, শ্যামল কপালী, মলয় বৈদ্য, লিটন রঞ্জন তালুকদার, এডভোকেট অরবিন্দু দাস বিভু, লিটন দেব প্রমুখ।




