সিলেট পোষ্ট রিপোর্ট : শাকিব খান যদি নায়ক-সম্রাট হোন, তবে মিশা সওদাগরও ঢালিউডের ভিলেন-সম্রাট। এই দুই সম্রাটের নতুন ছবি ‘সম্রাট’। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন এই ছবিতে শাকিব খানের নতুনভাবে উপস্থাপনা নিয়ে অনেক কথা হচ্ছে। যারা আড়ালে ঢাকা পড়ে যাচ্ছেন দেশের খলনায়ককূলশিরোমণি মিশা সওদাগর।
কিন্তু পরিচালক রাজ জানাচ্ছেন, এই ছবিতে দুই নায়ক শাকিব খান ও ইন্দ্রনীল সেনগুপ্তের পাশাপাশি চিত্রনাট্যে সমান গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন মিশা সওদাগর।
এ ছবিতে মিশা সওদাগরকে দেখা যাবে বাংলাদেশের মাফিয়া ডনের ভ’মিকায়। ছবিতে তার চরিত্রের নাম ‘মূসা’। অনেকেই হয়তো মনে করতে পারবেন রাজের পূর্বের ছবি ‘তারকাটা’র ভিলেন এজাজুল ইসলামেরও পর্দায় নাম ছিল ‘মূসা’।
রাজ জানালেন, বিষয়টি কাকতালীয়। ছবিতে মিশা সওদাগর যথারীতি মন্দ মানুষের ভূমিকায় থাকলেও দর্শক তাকে নতুনভাবে আবিষ্কার করবেন। চরিত্রটি দর্শক মনে রেখাপাত করবে বলেই তার বিশ্বাস।
রাজ বলেন,‘যতটুকু ক্যামেরায় ধরেছি, মিশা ভাই একেবারেই অন্যরকমভাবে উপস্থাপন করেছেন নিজেকে। দর্শক তাকে যেমনভাবে চান, তারচেয়ে একটু ভিন্নভাবে তাকে দেখা যাবে ‘সম্রাট’-এ।’
এর আগেও দেখা গেছে ছবিতে নায়কদের ছাপিয়ে প্রশংসার সবটুকু কেঁড়ে নিয়েছেন মিশা সওদাগর। এ ছবিতেও এমনটা ঘটলে অবাক হবেন না নির্মাতা রাজ।