সিলেটপোস্টরিপোর্ট:বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার উমরপুর ইউনিয়নের মোল্লাপুরে প্রেমিকার হাত ধরে প্রেমিকা পলায়ন করেছে। পলায়নকারী নাজিয়া আক্তার পিংকি মোল্লাপাড়া গ্রামের প্রবাসী শিয়াব মিয়ার কন্যা। সে গত ২০ জুন শনিবার রাতে পরিবারের সকলের অগোচরে তার পূর্বপরিচিত জগন্নাথপুর উপজেলার তাহের এর সাথে পালিয়ে যায়। ধনীর দুলালী মেয়ে চাকরের সাথে পলায়নের ঘটনা গোটা এলাকায় মিশ্রপ্রক্রিয়ার সৃষ্টি করেছে। প্রবাসী শিয়াব মিয়ার স্ত্রী ফরিদা বেগমের প্রত্যক্ষ মদদে পিংকি এলাকার অনেক যুবকের সাথে প্রেম করে অনেককে সর্বশ্রান্ত করেছে। ফরিদা বেগমের উচ্চাবিলাশিতার কারণে প্রবাসী শিয়াব মিয়া লন্ডনে অবস্থান করলেও স্ত্রী ও মেয়ের কুকর্ম এলাকাবাসী অতিষ্ট। পলায়নের ৫ দিন অতিবাহিত হলেও লোক লজ্বার ভয়ে পরিবারের লোকজন এখনো মুখ খোলেনি। তাই বলে থেমেনেই এলাকার গুঞ্জন। এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা জানান মা মেয়ের অত্যাচারে গ্রামবাসী অনেক আগেই এরকম একটা ঘটনা ঘটবে বলে অনুমান হয়েছিল। পিংকি পালিয়ে যাওয়ার মাধ্যামে তা পুরোপুরি বাস্তব হল। উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক মিয়া জানান লোকমুখে মোল্লাপুরে একটি পালিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। তবে এপর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোরছালিন জানান এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।