সিলেটপোস্টরিপোর্ট:মিডিয়া জগতের পরিচিত মুখ, প্রতিশ্রুতিশীল লেখক ও কবি সজল ঘোষের প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয়ের দাবি রাখো’ প্রকাশ হয়েছে। বর্তমান সময়ের প্রতিচ্ছবিসহ রাজনীনৈতিক প্রেক্ষাপট, সামাজিক দায়বদ্ধতার কথা ফুটে ওঠেছে সজল ঘোষের কবিতায়। প্রেম-ভালোবাসার বিস্তৃত বিবরণও পাওয়া যাবে ‘হৃদয়ের দাবি রাখো’ কাব্যগ্রন্থে। জনপ্রিয় ছড়াসাহিত্যের ছোটকাগজ ছন্দালাপ সম্পাদক ও একুশে বাংলা প্রকাশনীর পরিচালক বশির আহমদ জুয়েল সজল ঘোষের ‘হৃদয়ের দাবি রাখো’ নামক প্রথম কাব্যগ্রন্থটি প্রকাশ করেছেন।জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত এ কাব্যগ্রন্থটিকে সাজানো হয়েছে ৩০টি কবিতায়। গ্রন্থটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন ইয়াহইয়া ফজল। পরিবেশক হিসেবে রয়েছে ঢাকার প্রতিভা প্রকাশ ও সিলেটের এস আর মিডিয়া প্রিন্টার্স। গ্রন্থটির দাম রাখা হয়েছে একশত টাকা মাত্র। পাওয়া যাচ্ছে সিলেটের সকল অভিজাত লাইব্রেরীসহ মফস্বলের লাইব্রেরীগুলোতেও।তরুণ কবি সজল ঘোষের প্রথমকাব্য গ্রন্থটি পাঠক হৃদয়ে স্থান করে নিতে সক্ষম হবে বলে বোদ্ধারা মনে করেন।