সিলেটপোস্টরিপোর্ট:ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি পেলেন দৈনিক আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি সাংবাদিক কাইয়ুম উল্লাস। বুধবার দুপুরে সিলেটের মহানগর মুখ্য হাকিম আদালত-৩ এর বিজ্ঞ বিচারক আনোয়ারুল হক তাকে এই সাজানো মামলা থেকে অব্যাহতি দেন।
কাইয়ুম জানান, গত বছরের ৩০ আগস্ট সাংবাদিক কাইয়ুম উল্লাস ও জাকির হোসেন দিপু নামের এক তরুণকে হয়রানি করার উদ্দেশ্যে শাহপরাণ থানায় একটি মিথ্যা চাঁদাবাজি মামলা (নং ১৪) দায়ের করা হয়। দীর্ঘ ১০ মাস দুজন তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত করেন। গত ১ জুন মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম মামলার চƒড়ান্ত ( ফাইনাল) প্রতিবেদন (নং১৬) আদালতে দাখিল করেন।
প্রতিবেদনে বলা হয়, মামলার বাদি বালুচরের আল ইসলাহ এলাকার জাহানারা বেগম একজন অসৎ চরিত্রের ভাসমান মহিলা। অসামাজিক কার্যকলাপের দায়ে পুলিশ তাকে দুবার আটক করে। তার বিরুদ্ধে ৭৭ ধারার দুটি মামলার প্রসিকিউশন আছে। কাইয়ুম উল্লাস ও জাকির হোসেন দিপুকে সে হয়রানি করার উদ্দেশ্যে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে মামলা করে। মিথ্যা মামলা করার দায়ে বাদিনীর বিরুদ্ধে ২১১ ধারা মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করে পুলিশ।
দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত বুধবার দুপুরে এই মামলা থেকে কাইয়ুম উল্লাস ও জাকির হোসেন দিপুকে অব্যাহতি ঘোষণা করেন। মামলার বাদিপক্ষে ছিলেন এডভোকেট মাসুম আহমদ ও রেজাউল করিম খান। আসামিপক্ষে ছিলেন এডভোকেট শহিদুজ্জামান ও এডভোকেট এম এ মালেক।