সিলেটপোস্টরিপোর্ট:শারদাঞ্জলি ফোরামের সিলেট জেলা কমিটি গঠনের লক্ষ্যে আজ শুক্রবার সকাল ১১.০০ টায় সিলেটে অবস্থিত রাধামাধব জীঁউর আশ্রমে (আনন্দ টাওয়ারের পাশে), অনাবিল-১৬৫, ধোপাদিঘীর পূর্বপাড়-এ শারদাঞ্জলি এবং সনাতনী সারথিদের নিয়ে এক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় । উক্ত প্রীতি সম্মেলনে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ৫১ সদস্য বিশিষ্ট্য সিলেট জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারদাঞ্জলি ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেবাশীষ পাল, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অলক বৈদ্য, কেন্দ্রীয় সদস্য মহাদেব রায়, সিলেট কল্যাণ সংস্থার জেলার দপ্তর সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম। সবার মতামতে ভিত্তিতে সিলেট জেলা আহবায়ক কমিটির আহবায়ক বাবু শ্রী জয়ন্ত আচার্য্য, যুগ্ম আহবায়ক বিপ্লব কুমার পাল, ইন্দু ভূষণ দাস, রাহুল পাল, ডা: বিজিত বিশ্বাস, বিশ্বজিৎ দাস আশু, কমল রায়, সদস্য সচিব পিকলু কুমার সরকার, কার্য নির্বাহী সদস্য অনিক রঞ্জন চন্দ, ভূপত্তি চক্রবর্তী জনি, সৌরভ দে, সৌরভ পাল, নিশী বৈদ্য, অরুপ কান্ত পাল, কমল রায়, বাপ্পন পুরকায়স্থ, আকাশ দেবনাথ, কনজ ধর, বিপ্লব দাস, জ্যোতি প্রকাশ দাস, রাজেস দাস, গৌতম বুদ্ধ পাল, যুবরাজ রাজ পাভেল, রাহুল পাল, কংকন ধর, অসীম দাস, এইচকে সৌরভ দেব, সঞ্জু ঘোষ, সন্দিপ চন্দ্র দাস, শ্যামল সুত্রধর, সুজিত বিশ্বাস, বিজিত বিশ্বাস, উজ্জ্বল মনি দত্ত, অরিন্দম বিশ্বাস,আশীষ চন্দ্র দাস, দিপক বাহাদুর, কানু দাস, রামু বিশ্বাস, সুজন মনি, লিংকু দাস, তনয় বনিক, পিযুষ কান্তি দাস, সংকর দাস ও নারায়ন দেব টিটু প্রমুখ।
শারদাঞ্জলি ফোরামের সিলেট জেলা কমিটি গঠন
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৩, ২০১৫ | ৫:২৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »