সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ডাকাত দলের এক সরদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত সরদার আবুল হোসেন আবু (৩৫)। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার খিলপাড়ার মৃত বাতির আলীর ছেলে।বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ থানার ওসি (তদন্ত) বজলুর রহমান জানান, বুধবার দিবাগত রাতে বড়লেখা ও গোলাপগঞ্জ থানার সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ থানার বিশেষ একটি দল বড়লেখার শাহবাজপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ডাকাত আবুকে আটক করা হয়।তিনি আরোও জানান, ডাকাত আবুল হোসেন আন্তঃজেলার সক্রিয় ডাকাত সরদার। সে তার দল নিয়ে বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবৎ ডাকাতি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাও রয়েছে। ফেঞ্চুগঞ্জ থানার মামলা নং- জি আর ৪৬/০৭ ও বিশ্বনাথ থানার মামলা নং- জি আর ৬৪/১১।
ফেঞ্চুগঞ্জের আবু ডাকাত গ্রেফতার
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৩, ২০১৫ | ৫:৪৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »