সিলেটপোস্টরিপোর্ট:বাংলাদেশ পুলিশের এডিশনাল ইনস্পেক্টর জেনারেল মো. মোখলেছুর রহমান বলেছেন, পুলিশ সারা জীবন আত্ম-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এই মৎস্য পোনা নদীতে ছাড়াও আত্ম-মানবতামূলক কাজ। আমরা সবাই যদি একে অন্যের সেবা করি তা হলে দেশের পরিবর্তন আসবে। দেশের মানুষ উপকৃত হবে। আমরা সবাই উপকৃত হব। আসুন আমরা সবাই দেশ ও জাতি গঠনে জনকল্যানে কাজ করি।শনিবার দুপুরে সিলেট নগরীর চাদনিঘাটে সুরমা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে- বাংলাদেশ পুলিশিং সার্ভিস এসোসিয়েশন ও কমিনিউটি পুলিশিং কমিটি সিলেট মহানগর শাখা।সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসানের সভাপতিত্বে ও ট্রাফিকের ডিসি রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান প্রমুখ। এর পর সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সারা জীবন আত্ম-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে-এআইজি মোখলেছ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৪, ২০১৫ | ৩:৫৯ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »