সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের খেলাধুলা বিষয়ক প্রথম নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করেছে ‘সিল স্পোর্টস’। সোমবার দুপুরে স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোর্টালটির প্রাথমিক সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি হচ্ছে সিলেট। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বক্ষেত্রে সিলেটের আলাদা ভূমিকা রয়েছে। শুধুমাত্র ক্রীড়াবিষয়ক অনলাইন এর ক্ষেত্রে এতদিন পিছিয়ে ছিলো সিলেট। ঢাকা থেকে ক্রীড়া বিষয়ক পত্রিকা এবং অনলাইন পত্রিকা বের হলেও বিভাগীয় শহর থেকে এই প্রথম সিলেট থেকে যাত্রা করলো সিল স্পোর্টস। এটা সিলেটের ক্রীড়াঙ্গনের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।তিনি আরো বলেন, সিল স্পোর্টস জাতীয় খেলাধুলার পাশাপাশি স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এক্ষেত্রে সিল স্পোর্টসের সহযাত্রী হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।‘সিল স্পোর্টস’ এর নির্বাহী সম্পাদক সাঈদ রাব্বানী চৌধুরী সুজনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, মোহনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি এ এ চৌধুরী সিপার, সুরমা টিভির ব্যবস্থাপনা সম্পাদক এমদাদুল হক সোহাগ, দৈনিক বঙ্গজননীর সিলেট প্রতিনিধি নুরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আবুল মনসুর কুটি, সুরমা টিভির বিজ্ঞাপন ব্যবস্থাপক সেজান আহমেদ পরাগ, ব্যবসায়ী আলতাবুর রহমান, সিল স্পোর্টস পরিবারের সদস্য মেরাজ ভুইয়া পলাশ, মো. মিনার হোসেন, জিয়াউর রহমান জিয়া, নাসির তালুকদার, ইমাদ চৌধুরী সাহান, রুয়েল মির্জা, শামসুর রহমান, সাইদুল ইসলাম নাহিদ, রিফাত উদ্দিন চৌধুরী, রেদওয়ান আহমেদ, শাকিল আহমেদ, রাহাত হোসেন প্রমুখ।
যাত্রা শুরু করলো খেলাধুলা বিষয়ক অনলাইন ‘সিল স্পোর্টস
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৬, ২০১৫ | ৫:৩০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »