সিলেট পোস্ট রিপোর্ট : পবিত্র ঈদুল ফিতরের পর পুরোদমে বিএনপির দল পুনর্গঠনের কাজ চলবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক শেষে বের হয়ে তিনি এ কথা জানান।
দলের শীর্ষ নেতাদের নিয়ে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে ৯টায় গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেন তিনি। এর মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলতি বছরের শুরুতে দ্বিতীয়দফা আন্দোলনের পর এই প্রথম বৈঠকে বসলেন তিনি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, আ স ম হান্নান শাহ, ড. আবদুল মঈন খান, বেগম সারোয়ারি রহমান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুল হাসান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল হালিম, রুহুল আলম চৌধুরী, শওকত মাহমুদ, জয়নুল আবেদীন, আহমেদ আজম খান, আবদুল কাইয়ুম, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দল পুনর্গঠন, নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা, আন্দোলনসহ সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ঈদের পরে তাদের দল পুনর্গঠনের কাজ জোরালো হবে।