সিলেট পোস্ট রিপোর্ট : স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদেই তার শুরু। এখানেই শেষ করতে চেয়েছিলেন। সেটা আর বুঝি হয়ে উঠছে না। তাই রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি ইকার ক্যাসিয়াস ভাবতে না চাইলেও ভাবনায় চলে আসছে। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে রিয়াল ছাড়ছেনই এই স্প্যানিশ তারকা। তার নতুন গন্তব্য হতে যাচ্ছে পর্তুগালের ক্লাব পোর্ত। এমনই খবর প্রকাশ করেছে স্পেনের টেলিভিশন ‘টিভিই’।
রিয়াল মাদ্রিদ দলে ভেড়াতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে। ইতিমধ্যে ক্যাসিয়ার সান্তিয়াগো বার্নাব্যুতে তার কদর হারিয়েছেন। তাই পোর্ত থেকে আমন্ত্রণ পাওয়ায় বিষয়টি বিবেচনা করছেন। পোর্ততে বর্তমানে যিনি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সেই জুলেন লোপেতেগুই এক সময় রিয়ালের কোচ ছিলেন। তিনি ভালোভাবেই চেনেন ক্যাসিয়াসকে। সে কারণেই বিষয়টিকে অনেকে সিরিয়াস মনে করছে।
এই মুহূর্তে ক্যারিয়াস যদি রিয়াল ছেড়ে চলে যান তাহলে তার চুক্তি অনুযায়ী বাকি দুই বছরের পাওনার একটি অংশ তাকে পরিশোধ করবে রিয়াল।