সিলেটপোস্টরিপোর্ট:সিলেটের কানাইঘাট উপজেলায় দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে দশ লাখ টাকা আমানত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শালিস বিচারে এ নির্দেশনার পর উভয়পক্ষ এক লাখ টাকা জমাও রেখেছেন।সূত্র জানিয়েছে, কানাইঘাটের গাছবাড়ী বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সন্ধ্যা ৭টার দিকে নারায়নপুরের এক রিক্সা চালকের সাথে তিনছটি গ্রামের এক বাসযাত্রীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাজারে জড়ো হয়ে সংঘর্ষে জড়ান। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও ফের যাতে সংঘর্ষ না বাধে সে জন্যে শালিস বিচারে উভয় পক্ষকে দশ লাখ টাকা আমানত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শালিসি ব্যক্তিত্ব স্থানীয় মুরুব্বী সামছুর উদ্দিন। তাৎক্ষণিকভাবে রাতেই তাদের কাছ থেকে এক লাখ টাকা আমানত হিসেবে জমা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল চৌধুরী সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন।
কানাইঘাট সংঘর্ষ নিয়ন্ত্রণে ‘১০ লাখ টাকা আমানত’
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৭, ২০১৫ | ৪:৫৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »