সিলেটপোস্টরিপোর্ট:সিলেট শহরতলীর কুমারগাঁও এলাকায় এক যুবককে হত্যার পর মাইক্রোবাসযোগে ফেলে যাওয়ার সময় স্থানীয় জনতাএকজন কে আটক করে পুলিশে দিয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
আটক যুবকের নাম মখলিছ মিয়া (৩২)। সে কুমারগাঁও শেখপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মা ইঞ্জিনিয়ারিংয়ের মালিক। তার পিতার নাম-মৃত আব্দুল মালিক।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ৪ যুবক মাইক্রোবাসযোগে একটি লাশ নিয়ে কুমারগাঁও গ্রামের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা একটি খালি মাঠে লাশটি ফেলে রাখতে চায়। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তিন যুবক পালিয়ে গেলেও মখলিছকে আটক করা হয়। পরে জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।জালালাবাদ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: আলমগীর মাইক্রোবাসসহ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে আটক মখলিছের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মখলিছের জবানবন্দীর সূত্র ধরে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।