সিলেটপোস্টরিপোর্ট:রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার নগরীর কাজী ইলিয়াসস্থ দৈনিক উত্তরপূর্ব পত্রিকার হলরুমে প্রতিবন্ধী দরিদ্র ও অসহায়দের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।ক্লাবের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক, বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।রোটা. পিপি এম নুরুল হক সুহেলের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রোটা. পিপি মো. কবীর উদ্দিন, রোটা. পিপি আনোয়ার মজিদ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. ইয়াকুতুল গনি ওসমানী, ক্লাব এডিটর রোটা. সাইফুর রহমান খোকন, সার্জেন্ট এট আর্মস রোটা. আব্দুল বাছিত, ক্লাব ট্রেজারার আক্তার চৌধুরী রুবেল, ক্লাব সদস্য রোটা. আব্দুল জলিল খান, ক্লাব ডাইরেক্টর রোটা. রেহান উদ্দিন রায়হান। অনুষ্ঠানে প্রধান অতিথি শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, এ ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে গরীব অসহায় মানুষ সাহায্য-সহযোগিতা পেয়ে অনেক উপকৃত হয়। প্রতিটি সংগঠনের উচিত এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা। তিনি এ ধরনের কার্যক্রমের জন্য ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ- রোটা. আবু সুফিয়ান, রোটা. আহসান খান, রোটা. ইঞ্জি. ময়নুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটা. ইকবাল হোসেন।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের উদ্যোগে অসহায়দের আর্থিক অনুদান প্রদান
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ৯, ২০১৫ | ৪:৫০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »