সিলেটপোস্টরিপোর্ট:সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে সামিউল আলম রাজন হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সোমবার দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্র সিলেট মহানগর সাধারণ সম্পাদক আজহারুল হক চৌধুরী সাকিবের সভাপতিত্বে মানবন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোঃ আরশ আলী, জাসদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, ওয়ারর্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, রাজনের চাচা নিজাম উদ্দিন, জাসদ নেতা আলাউদ্দিন আহমদ মুক্তার, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, আশিক মোস্তফা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সামিউল আলম রাজনের হত্যাকান্ড নির্মম, পাশবিক। এই ধরনের হত্যাকান্ড কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। দেশে দীর্ঘদিন থেকে বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তার ধারাবাহিকতার শিকার সামিউল আলম রাজন। এই হত্যাকান্ডের দায় সরকার কোনভাবে এড়াতে পারে না। পূঁজিবাদী অবঃক্ষয়ী সমাজ মানুষের নৈতিকতা, মূল্যবোধ ধ্বংস করে দেয় খুনীদের পৈশিকতা দারই প্রমাণ। বক্তারা অবিলম্বে সামিউল আলম রাজনের হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানান।