সিলেটপোস্টরিপোর্ট:চুরির অপবাদ দিয়ে বর্বরোচিতভাবে সিলেটের ১৩ বছরের শিশু সামিউল ইসলাম রাজনকে হত্যাকান্ডে গ্রেফতারকৃত এবং ৫ দিনের রিমান্ডে থাকা মুহিতে স্ত্রী লিপি বেগমকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। সোমবার সন্ধ্যার পর সিলেট সদর উপজেলার বাদেয়ালি ভাইয়ারপার এলাকা থেকে তাকে আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রহমত উল্লাহ লিপি বেগমকে আটকের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য লিপিকে আটক করা হয়েছে।এদিকে রাজন হত্যা মামলায় অন্যতম আসামী কামরুল সৌদি আরবে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশ সময় রাত আটটার দিকে আটক করে করেছেন প্রবাসী বাংলাদেশিরা। পরে তাকে স্থানীয় পুলিশের হাতে সোপর্দ করেন তারা
রাজন হত্যায় রিমান্ডে থাকা মুহিতের স্ত্রী লিপি আটক
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ১৩, ২০১৫ | ১০:৪৬ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »