সিলেটপোস্টরিপোর্ট:সিলেটে কিশোর সামিউল আলম রাজন হত্যা মামলায় গ্রেফতারকৃত আয়াজ আলী আদালতে জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার বেলা ২টা ৪৫ থেকে ৩টা ৫৫ মিনিট পর্যন্ত সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিমের আদালতে জবানবন্দি দেয় আয়াজ আলী।আয়াজের জবানবন্দির বরাত দিয়ে রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার জানান, আদালতে আয়াজ জানিয়েছে রাজন চোর ছিল না। সিলেট নগরীর কুমারগাঁওয়ে যেখানে রাজনকে নির্যাতন করে হত্যা করা হয়, সেখানে একটি গ্যারেজে রাখা ভ্যান নিয়ে আরো কয়েকটি শিশুর সাথে খেলা করছিল রাজন।গ্যারেজের চৌকিদার ময়না রাজনকে ধরে চোর সাজায়। সে রাজনকে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে বাঁধে। এসময় আয়াজ ‘খেলার ছলে’ রাজনকে বাঁধতে সাহায্য করে বলে আদালতে জবানবন্দিতে জানিয়েছে।সুরঞ্জিত তালুকদার আরো জানান, আদালতে আয়াজ নিজে রাজনকে মারধর করেনি, তবে ময়না, কামরুলসহ অন্যরা মারধর করেছে বলে জানিয়েছে।উলেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে ১৩ বছরের কিশোর সামিউল আলম রাজনকে বর্বরোচিত নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। সে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়।রাজন হত্যা মামলায় ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীসহ ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তন্মধ্যে ৮ জন জবানবন্দি দিয়েছে। এছাড়া রাজন হত্যাকান্ডের পর খুনিদের বাঁচানোর চেষ্টাসহ নানা অভিযোগে পুলিশের এক ওসি (তদন্ত) ও দুই এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আয়াজের জবানবন্দি: ময়না চৌকিদার রাজনকে চোর সাজায়
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৫:২০ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »