সিলেটপোস্টরিপোর্ট:নবজাতকের অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে গর্ভবতী ও প্রসূতী মা ও তাদের পরিবারের সদস্যদের জরুরী স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদানের জন্য সূর্যের হাসি ক্লিনিক এবং কমিউনিটি পর্যায়ে সেবাপ্রদানকারীদের জন্য এনএইচএসডিপি একটি বিশেষ চেকলিষ্ট প্রণয়ন করেছে। এই চেকলিষ্টের ৪টি পরামর্শ হচ্ছে ১। নবজাতককে উষ্ণ রাখার জন্য জন্মের পর পর শিশুকে মায়ের ত্বকে ত্বক স্পর্শ পরিচর্চায় রাখা ও শিশুকে পর্যাপ্ত পোষাক, কাপড় দিয়ে জড়িয়ে রাখা ২। জন্মের ১ ঘন্টার মধ্যেই নবজাতককে মায়ের দুধ খাওয়ানো শুরু করা। ৩। নবজাতকের ৩ দিনের মধ্যে গোসল না করানো ৪। নবজাতকের নাভী কাটার পর শুধু মাত্র একবার ৭.১% ক্লোরোহেক্সিডিন প্রয়োগ করা ও পরবর্তীতে নাভী শুষ্ক রাখা। এছাড়া নবজাতকের ৮টি বিপদ চিহ্ন যেমন, ১। শিশুর দ্রুত শ্বাস নেয়া ( মিনিটে ৬০ বার বা তার বেশি) ২। বুকের খাঁচা ধেবে যাওয়া ৩। মায়ের দুধ টেনে খেতে না পারা ৪। নেতিয়ে পড়া। ৫। জ্বর ৬। শরীর ঠান্ডা হওয়া ৭। খিঁচুনী ৮। নাভী পাকা সম্পর্কে অবহিত করা। এই বিপদ চিহ্ন দেখা গেলেই শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করার জন্য পরামর্শ প্রদান করতে হবে। এই চেকলিষ্ট নবজাতরেকর অসুস্থতা ও মৃত্যু রোধে বিশেষ ভ’মিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সূর্যের হাসি ক্লিনিক জৈন্তাপুর শাখার উদ্যোগে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া কবির। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার খালেদুর রহমান। বক্তব্য দেন ক্লিনিক ম্যানেজার মোঃ তাজ উদ্দিন, প্রশাসনিক সহকারী অপু চৌধুরী, প্যারামেডিক নেহারুন নেছা, খোদেজা বেগম, সার্ভিস প্রমোটর ববিতা রাণী নাথ প্রমুখ। পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন সার্ভিস প্রমোটর এসপি আব্দুল হালিম। সভাশেষে উপজেলার শ্রেষ্ঠ এনজিও হিসেবে সীমান্তিকের পুরস্কার গ্রহণ করেন ক্লিনিক ম্যানেজার মোঃ তাজ উদ্দিন।
নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে এনএইচএসডিপির চেকলিষ্ট ভ’মিকা রাখছে
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৮, ২০১৫ | ৬:৪৮ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »