সিলেটপোস্ট ২৪ ডটকম : এমন কিছু সিনেমা আছে যেগুলি আমরা একবার নয় একাধিক বার দেখে থাকি। কিন্তু এই ছবিগুলিতে এমন কিছু ভুল থাকে যা আমাদের নজরে পড়ে না। চোখ রাখব এমনই কিছু ভুলের দিকে।
কৃষ থ্রি: এই ছবির বার্থ-ডে গানটি যেখান হৃতিক অসাধারণ নাচ করেছেন। যে গানটি দেখতে দেখতে আমাদের পা-ও নেচে ওঠে। কিন্তু খেলায় করলে দেখা যাবে এই গানের প্রথম অংশে হৃতিক হাফ হাতা সাদা জামা পড়েছিলেন। কিন্তু শেষের অংশে ফুল হাতা সাদা জামা।
ধুম থ্রি: ‘কমলি’ এই গানটি কে শোনেনি। আর কে এই গানের তালে কে কোমর দোলানি খুঁজে পাওয়া ভার। তবে এই গানেই রয়েছে কিছু ভুল। গানটিতে ক্যাটরিনা তাঁর পোশাক একে একে খুলতে থাকে। যেখানে এক জায়গায় সাদা শার্ট ও কালো লেগিংস পড়ে নেচেছিলেন ক্যাট। কিন্তু তার আগের পোশাকে ছিল না কালো লেগিংস।
কাভি খুশি কাভি গাম: নাইট ক্লাবে যাওয়ার আগে বেবো দু’পায়ে দুরকমের জুতো পড়ে। কিন্তু নাইট ক্লাবে ‘কাহে দো না’ গানের সময় করিনার পায়ে দুটি ভিন্ন নয় একই পেয়ার ছিল।