সিলেটপোস্টরিপোর্ট:শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমিনুল হক ভূইয়ার পদত্যাগ দাবিতে পূর্বনির্ধারিত পদযাত্রা ও সমাবেশ কর্মসূচী পালন করেছে সরকার সমর্থিত মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা।‘নির্লজ্জ ভিসির হাত থেকে শাবিপ্রবিকে বাঁচান, একজন যোগ্য ও মেধাবী ভিসিকে নিয়োগ দিন’ শীর্ষক ব্যানারে বুধবার দুপুর সাড়ে ১২টায় ক্যাফেটেরিয়ার সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসির কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ পদযাত্রা ও সমাবেশে প্রায় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন । সমাবেশে বক্তারা পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান। অধ্যাপক মোহাম্মদ ইউনুছ ভিসিকে ‘দুর্নীতিবান্ধব’ আখ্যায়িত করে বিশ^দ্যিালয়ে একজন সৎ,মেধাবী ও যোগ্য ভিসি নিয়োগ দিতে সরকারের প্রতি জোর দাবি জানান।শিক্ষামন্ত্রীর আশ্বাসে তারা অবরোধ কর্মসূচী থেকে সরে এসেছেন,আন্দোলন থেকে নয় বলে জানান মুখপাত্র সৈয়দ সামসুল আলম। তিনি ভিসিকে সম্মান যতটুকু আছে ততটুকু নিয়েই পদত্যাগ করার আহ্বান জানান। এছাড়া আপগ্রেডেশন-প্রমোশন না হওয়ার জন্য ভিসিকেই দায়ী করেন তিনি।সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিনের পরিচালনায় আন্দোলনের মুখপাত্র অধ্যাপক সৈয়দ সামসুল আলমের সভাপতিত্বে এ সমাবেশে আরো বক্তব্য প্রদান করেন অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক আব্দুল গণি, অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত প্রক্টর এমদাদুল হক প্রমুখ। শনিবারের মধ্যে ভিসি পদত্যাগ না করলে তারা আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন বলে জানান অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস।
শাবিতে ভিসি’র অপসারণের দাবিতে পদযাত্রা- সমাবেশ
সিলেট পোস্ট ২৪ ডট কম
: জুলাই ২৯, ২০১৫ | ৬:৩৭ অপরাহ্ন
« « পূর্ববর্তী
পরবর্তী » »